১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাকের মূল্যায়নে ‘বি+’ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়

আবুল খায়ের
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, শনিবার
  • / 161

পুবের কলম, ওয়েব ডেস্কঃ  ন্যাকের মূল্যায়নে বি+ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুসারে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে “ন্যাক “- এর প্রতিনিধি দলের  পরিদর্শন এখন বাধ্যতামূলক।  প্রতিটি কলেজ ও বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে লেখাপড়া, পড়ুয়াদের মানোন্নয়ন, কর্মক্ষেত্রে পড়ুয়াদের  প্রতিষ্ঠা, সামাজিক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, অধ্যাপকদের মান ও  গবেষণা এবং  শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের অবদান খ‌তি‌য়ে দে‌খে মান নির্ধারণ ক‌রে ন‌্যাক।

ন্যাকের মূল্যায়নে 'বি+' গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়

 

উ‌ল্লেখ‌্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন  জেলার  সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। পাশাপা‌শি ভিন রাজ্য বা দেশের পড়ুয়া‌ও প‌ড়েন আ‌লিয়ায়। গত সপ্তাহে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করে ন্যাকের টিম। আলিয়ার নিউটাউন, তালতলা, পার্ক সার্কাস ক্যাম্পাস পরিদর্শন করে ন্যাক টিম। পরিদর্শন শেষে অধ্যাপকদের সঙ্গে সাক্ষাত করেন।ন্যাক টিমের  সদস্যরা আলিয়া বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পরিকাঠামোর প্রশংসা করে যান। কমিটির ওই সদস্যের বক্তব্য ছিল, আ‌লিয়ার পরিবেশ ভালো।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাকের মূল্যায়নে ‘বি+’ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ  ন্যাকের মূল্যায়নে বি+ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুসারে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে “ন্যাক “- এর প্রতিনিধি দলের  পরিদর্শন এখন বাধ্যতামূলক।  প্রতিটি কলেজ ও বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে লেখাপড়া, পড়ুয়াদের মানোন্নয়ন, কর্মক্ষেত্রে পড়ুয়াদের  প্রতিষ্ঠা, সামাজিক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, অধ্যাপকদের মান ও  গবেষণা এবং  শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের অবদান খ‌তি‌য়ে দে‌খে মান নির্ধারণ ক‌রে ন‌্যাক।

ন্যাকের মূল্যায়নে 'বি+' গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়

 

উ‌ল্লেখ‌্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন  জেলার  সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। পাশাপা‌শি ভিন রাজ্য বা দেশের পড়ুয়া‌ও প‌ড়েন আ‌লিয়ায়। গত সপ্তাহে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করে ন্যাকের টিম। আলিয়ার নিউটাউন, তালতলা, পার্ক সার্কাস ক্যাম্পাস পরিদর্শন করে ন্যাক টিম। পরিদর্শন শেষে অধ্যাপকদের সঙ্গে সাক্ষাত করেন।ন্যাক টিমের  সদস্যরা আলিয়া বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পরিকাঠামোর প্রশংসা করে যান। কমিটির ওই সদস্যের বক্তব্য ছিল, আ‌লিয়ার পরিবেশ ভালো।