২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি বিরোধীদের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলো একাধিক বিষয়ে আলোচনার দাবি তুলেছে। বিশেষ করে বিহারের ভোটার তালিকার ‘বিশেষ গভীর সংশোধন’ (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে সংসদে বিশদ আলোচনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পহেলগামের সন্ত্রাসবাদী হামলা নিয়েও আলোচনার দাবি তোলা হয়েছে।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সূত্রের খবর, অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতা চেয়েছে সরকার।

উল্লেখযোগ্যভাবে, পহেলগাম হামলা এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি সংক্রান্ত মন্তব্য নিয়ে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা। তবে সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।

বিরোধীরা জানিয়েছে, বাদল অধিবেশনে এই বিষয়গুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি বিবৃতির দাবিতে তারা সরব হবেন।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি বিরোধীদের

আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলো একাধিক বিষয়ে আলোচনার দাবি তুলেছে। বিশেষ করে বিহারের ভোটার তালিকার ‘বিশেষ গভীর সংশোধন’ (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে সংসদে বিশদ আলোচনার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পহেলগামের সন্ত্রাসবাদী হামলা নিয়েও আলোচনার দাবি তোলা হয়েছে।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সূত্রের খবর, অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতা চেয়েছে সরকার।

উল্লেখযোগ্যভাবে, পহেলগাম হামলা এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি সংক্রান্ত মন্তব্য নিয়ে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা। তবে সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।

বিরোধীরা জানিয়েছে, বাদল অধিবেশনে এই বিষয়গুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি বিবৃতির দাবিতে তারা সরব হবেন।