০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ দিনের শিশুকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার ১    

ইমামা খাতুন
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 10

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্ক: পারিবারিক কলহের জের। ১৫ দিনের শিশুকে বিক্রির অভিযোগ তারই বাবার বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল ওড়িশার জগৎসিংহপুর জেলা।

উল্লেখ্য, জগৎসিংহপুর জেলার পোকাপুর গ্রামের এক বাসিন্দা কাঙালি মল্লিককে সন্তান বিক্রি করেন এক যুবক। ঘটনাটি জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ করেন শিশুটির ঠাকুমা। খবর দেওয়া হয় শিশু সুরক্ষা বাহিনীকেও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।  ঠাকুমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদ্যোজাতকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই কাঙালি নামক ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে শিশুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন ওই যুবক। বিক্রির জন্য ১০ হাজার টাকার চুক্তি হয়।

এই প্রসঙ্গে জগৎসিংহপুরের শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান বিশ্বেশ্বরী মোহান্তি বলেছেন,  সদ্যোজাতের  ঠাকুমা এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পরেই এই বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি। এই ঘটনার তদন্ত চলছে।’ এই ঘটনায় থানায় আত্মসমর্পণ করেছেন শিশুটির বাবা এবং মা।

পারিবারিক বিবাদের কারণে কেন শিশুটিকে তাঁরা বিক্রির সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ দিনের শিশুকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার ১    

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: পারিবারিক কলহের জের। ১৫ দিনের শিশুকে বিক্রির অভিযোগ তারই বাবার বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল ওড়িশার জগৎসিংহপুর জেলা।

উল্লেখ্য, জগৎসিংহপুর জেলার পোকাপুর গ্রামের এক বাসিন্দা কাঙালি মল্লিককে সন্তান বিক্রি করেন এক যুবক। ঘটনাটি জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ করেন শিশুটির ঠাকুমা। খবর দেওয়া হয় শিশু সুরক্ষা বাহিনীকেও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।  ঠাকুমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদ্যোজাতকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই কাঙালি নামক ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে শিশুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন ওই যুবক। বিক্রির জন্য ১০ হাজার টাকার চুক্তি হয়।

এই প্রসঙ্গে জগৎসিংহপুরের শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান বিশ্বেশ্বরী মোহান্তি বলেছেন,  সদ্যোজাতের  ঠাকুমা এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পরেই এই বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি। এই ঘটনার তদন্ত চলছে।’ এই ঘটনায় থানায় আত্মসমর্পণ করেছেন শিশুটির বাবা এবং মা।

পারিবারিক বিবাদের কারণে কেন শিশুটিকে তাঁরা বিক্রির সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।