০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম বাড়িতে ঢুকে যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ৪ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে  

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 8

পুবের কলম,ওয়েবডেস্কঃ জোরপূর্বক ঘরে ঢুকে মুসলিম পরিবারকে হেনস্থা ও তাঁদের ১৮ বছরের যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে।মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রাতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে আঁততায়ীরা বাড়ি  ও গাড়ি ভাঙচুর করে ওই মুসলিম পরিবারকে গালিগালাজ করছে ৪ জন আঁততায়ী।ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই পরিবার।

অভিযোগ জানাতে গিয়ে মেয়েটির দাদা জানিয়েছে, মুসলিম পরিবার হওয়ার কারণে তাঁদের টার্গেট করা হয়েছে। তারা আমার বোনকে নির্যাতন করেছে , তার কাপড় ছিঁড়ে ফেলা হয়।আমরা বাধা দিতে গিলে বিশাল কুমার, সঞ্জয় কুমার, শীলু ও ছোটুসহ চারজন আমাদের ওপর হামলা চালায়। আরও কয়েকজন আমাদের বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ধারা ৪৫২ (আঘাত, আক্রমণ বা অন্যায়ভাবে সংযম করার জন্য প্রস্তুতির পরে গৃহে প্রবেশ), ৩৫৪(তার বিনয়কে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ),   ৩৫৪ বি (আক্রমণ বা ব্যবহার) এর অধীনে একটি  এফআইআর নথিভুক্ত করেছে।  পোশাক খুলে ফেলার অভিপ্রায়ে  নারীর প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার শাস্তি), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে   ইচ্ছাকৃতভাবে অপমান), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৪২৭ (ক্ষতি সৃষ্টিকারী দুষ্টুমি), ৩৩৬ (বিপদ সৃষ্টিকারী কাজ) অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা) এবং ৩০৮ (অপরাধমূলক হত্যাকাণ্ডের প্রচেষ্টা)।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম বাড়িতে ঢুকে যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ৪ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে  

আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ জোরপূর্বক ঘরে ঢুকে মুসলিম পরিবারকে হেনস্থা ও তাঁদের ১৮ বছরের যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে।মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রাতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে আঁততায়ীরা বাড়ি  ও গাড়ি ভাঙচুর করে ওই মুসলিম পরিবারকে গালিগালাজ করছে ৪ জন আঁততায়ী।ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই পরিবার।

অভিযোগ জানাতে গিয়ে মেয়েটির দাদা জানিয়েছে, মুসলিম পরিবার হওয়ার কারণে তাঁদের টার্গেট করা হয়েছে। তারা আমার বোনকে নির্যাতন করেছে , তার কাপড় ছিঁড়ে ফেলা হয়।আমরা বাধা দিতে গিলে বিশাল কুমার, সঞ্জয় কুমার, শীলু ও ছোটুসহ চারজন আমাদের ওপর হামলা চালায়। আরও কয়েকজন আমাদের বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ধারা ৪৫২ (আঘাত, আক্রমণ বা অন্যায়ভাবে সংযম করার জন্য প্রস্তুতির পরে গৃহে প্রবেশ), ৩৫৪(তার বিনয়কে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ),   ৩৫৪ বি (আক্রমণ বা ব্যবহার) এর অধীনে একটি  এফআইআর নথিভুক্ত করেছে।  পোশাক খুলে ফেলার অভিপ্রায়ে  নারীর প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার শাস্তি), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে   ইচ্ছাকৃতভাবে অপমান), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৪২৭ (ক্ষতি সৃষ্টিকারী দুষ্টুমি), ৩৩৬ (বিপদ সৃষ্টিকারী কাজ) অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা) এবং ৩০৮ (অপরাধমূলক হত্যাকাণ্ডের প্রচেষ্টা)।