ইরানের পরমাণু সক্ষমতা দেখে ভীত আমেরিকা

- আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
- / 19
পুবের কলম ওয়েবডেস্কঃ বর্তমানে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, তা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা পরমাণু বোমা বানাতে পারবে। এই দাবি করেছেন, আমেরিকার ইরান সম্পর্কিত বিশেষ দূত রব মেলি। মেলি বলেন, ‘এটা এমন একটি জিনিস যেটি আমরা জানব, আমরা দেখব এবং আমরা সেটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেব।’
মেলির মতে, ইরান এমন উদ্যোগ এখনও নেয়নি, যার মাধ্যমে বোমাটি তৈরি করা হবে। তবে ইরান যে গতিতে ইউরেনিয়াম বাড়াচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি টিকিয়ে রাখতে গত সপ্তাহে দোহায় নতুন করে বৈঠক করেছে আমেরিকা-ইরান। তবে আলোচনা ফলপ্রসূত হয়নি।
মূলত ইরান তাদের বিপ্লবী বাহিনীকে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে বলছে, আর্থিক নিষেধাজ্ঞাও প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। কিন্তু আমেরিকা তা মানতে চায়নি। এ কারণেই বারংবার আলোচনা ভেস্তে যাচ্ছে। ইরান স্পষ্ট জানিয়েছে, এবার যে চুক্তি করা হবে সেখানে উল্লেখ থাকতে হবে, আমেরিকার কোনও সরকার আর এ চুক্তি থেকে সরে আসতে পারবে না। ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি বাতিল করেছিল। এ কারণেই এবার গ্যারান্টি চায় ইরান।