০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা: পুতিন

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 155

পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘ সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলার জন্য ফের একবার আমেরিকাকে দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেছেন, আমেরিকা তার শক্তি প্রদর্শন করতে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। মঙ্গলবার মস্কোতে একটি নিরাপত্তা সম্মেলনে পুতিন আরও বলেন, আধিপত্য বজায় রাখতে সংঘাত তৈরির প্রয়োজন আমেরিকার।

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

তিনি বলেন, ইউক্রেনের জনগণকে তারা কামান তুলে দিয়েছে। অস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকাই এ সংঘাতকে বাড়াচ্ছে এবং  একইভাবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সংঘাত ছড়ানোর চেষ্টা করছে।এদিকে, ক্রিমিয়ায় একটি অস্ত্রের ডিপোতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে মস্কো।

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

 

আরও পড়ুন: Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের

সূত্রের খবর, ১৬ আগস্ট সকালে ক্রিমিয়ার ঝাঁকোই এলাকায় বিস্ফোরণে রাশিয়ার সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায়  বেশ কিছু অসামরিক স্থাপনারও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের লাইন, বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও আবাসিক ভবন।তবে এ ঘটনায় কেউ নিহত কিংবা আহত হননি। ক্রিমিয়ার আঞ্চলিক নেতা সের্গেই আকসিওনভ বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন।উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। এরপর থেকে ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সেনার লড়াই চলছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা: পুতিন

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘ সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলার জন্য ফের একবার আমেরিকাকে দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেছেন, আমেরিকা তার শক্তি প্রদর্শন করতে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। মঙ্গলবার মস্কোতে একটি নিরাপত্তা সম্মেলনে পুতিন আরও বলেন, আধিপত্য বজায় রাখতে সংঘাত তৈরির প্রয়োজন আমেরিকার।

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

তিনি বলেন, ইউক্রেনের জনগণকে তারা কামান তুলে দিয়েছে। অস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকাই এ সংঘাতকে বাড়াচ্ছে এবং  একইভাবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সংঘাত ছড়ানোর চেষ্টা করছে।এদিকে, ক্রিমিয়ায় একটি অস্ত্রের ডিপোতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে মস্কো।

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

 

আরও পড়ুন: Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের

সূত্রের খবর, ১৬ আগস্ট সকালে ক্রিমিয়ার ঝাঁকোই এলাকায় বিস্ফোরণে রাশিয়ার সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায়  বেশ কিছু অসামরিক স্থাপনারও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের লাইন, বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও আবাসিক ভবন।তবে এ ঘটনায় কেউ নিহত কিংবা আহত হননি। ক্রিমিয়ার আঞ্চলিক নেতা সের্গেই আকসিওনভ বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন।উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। এরপর থেকে ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সেনার লড়াই চলছে।