১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যক্ষার চিকিৎসা নিতে রাজি নন মার্কিন মহিলা, জারি গ্রেফতারি পরোয়ানা  

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
  • / 100

পুবের কলম ওয়েবডেস্ক: টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের চিকিৎসায় রাজি না হওয়ায় এক মহিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে  আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্য। অভিযোগ, সেই মহিলা বারংবার যক্ষার চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং কোয়ারেন্টাইনেও থাকতে রাজি হননি। তাকোমা পিয়ের্সে কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিচালক নাইজেল টার্নার বলেন, ‘আমরা তার পরিবার এবং সম্প্রদায়ের সদস্যদের সাথে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি যাতে ওই মহিলাকে রক্ষায় আমরা কিছু করতে পারি।’ গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন ওই যক্ষায় আক্রান্ত মহিলাকে পিয়ার্সে কাউন্টির আইসোলেশন কেন্দ্রে এনে রাখা হবে। সেখানেই তার রোগের পরীক্ষা ও চিকিৎসা চলবে। গ্রেফতারির আদেশ জারির আগে আদালতের বিচারক জানান, যারা ওই মহিলাকে আইসোলেশন কেন্দ্রে নিয়ে যাবেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ওই মহিলা কেন যক্ষার চিকিৎসা নিতে রাজি হননি তা জানা যায়নি। আদালতে ওই মহিলার আইনজীবী সারাহ অবশ্য দাবি করেন, তার মক্কেল এই রোগের ব্যাপারে অবগত নন, তাই তিনি এমনটা করছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যক্ষার চিকিৎসা নিতে রাজি নন মার্কিন মহিলা, জারি গ্রেফতারি পরোয়ানা  

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের চিকিৎসায় রাজি না হওয়ায় এক মহিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে  আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্য। অভিযোগ, সেই মহিলা বারংবার যক্ষার চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং কোয়ারেন্টাইনেও থাকতে রাজি হননি। তাকোমা পিয়ের্সে কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিচালক নাইজেল টার্নার বলেন, ‘আমরা তার পরিবার এবং সম্প্রদায়ের সদস্যদের সাথে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি যাতে ওই মহিলাকে রক্ষায় আমরা কিছু করতে পারি।’ গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন ওই যক্ষায় আক্রান্ত মহিলাকে পিয়ার্সে কাউন্টির আইসোলেশন কেন্দ্রে এনে রাখা হবে। সেখানেই তার রোগের পরীক্ষা ও চিকিৎসা চলবে। গ্রেফতারির আদেশ জারির আগে আদালতের বিচারক জানান, যারা ওই মহিলাকে আইসোলেশন কেন্দ্রে নিয়ে যাবেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ওই মহিলা কেন যক্ষার চিকিৎসা নিতে রাজি হননি তা জানা যায়নি। আদালতে ওই মহিলার আইনজীবী সারাহ অবশ্য দাবি করেন, তার মক্কেল এই রোগের ব্যাপারে অবগত নন, তাই তিনি এমনটা করছেন।