১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অমিত মালব্যকে শোকজ করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

চামেলি দাস
  • আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার
  • / 188

পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপি নেতা অমিত মালব্যকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মৃত এক নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

মৃত নাবালিকার পরিচয় প্রকাশ করে বিজেপি এই নেতা জুভেনাইল জাস্টিসের ৭৪ ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, এক্স হ্যান্ডলে এই ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে নাবালিকার ছবি প্রকাশ করেছেন।

ব্লার করার চেষ্টা হলেও পরিষ্কার নাবালিকাকে বোঝা যাচ্ছে। সেজন্যই শোকজ নোটিস পাঠানো হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান মালব্যকে। কয়েকদিন আগে ক্যানিংয়ে বাড়ি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এই নিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলায় মেয়েরা সুরক্ষিত নন বলেও পোস্টে দাবি করেন তিনি। ওই পোস্টের সঙ্গে নাবালিকার ব্লার করা ছবিও দেন।

আরও পড়ুন: ক্যানিংয়ে রাস্তায় বৃষ্টির জমা জলে ধান চারা রোপণ

বারুইপুর পুলিশের তরফে জানানো হয়, বিষাক্ত কিছু খেয়ে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। ময়নাতদন্তের রিপোর্টে কোনও যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় যাঁরা নাবালিকার ছবি প্রকাশ করেছেন, সেইসব অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করে পুলিশ।

আরও পড়ুন: ‘বঙ্গ বিজেপি তাকে চায় না’ , সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার মালব্যকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই নিয়ে কমিশনের তরফে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, উনি লিখেছেন যৌন হেনস্থা করা হয়েছে। সেটা নিয়ে আমরা কিছু বলছি না। আমরা পুলিশের রিপোর্ট চেয়েছি। উনি মেয়েটির ছবি দিয়েছেন। তা ব্লার করার চেষ্টা করেছেন। কিন্তু, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেজন্যই আমরা শোকজ নোটিস পাঠিয়েছিলাম।

আরও পড়ুন: আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী

বিরোধী দলের নেতা বলে কমিশন কি অতি সক্রিয় হয়ে এই পদক্ষেপ করেছে? এই নিয়ে প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারপার্সন বলেন, আমরা স্বশাসিত সংস্থা। এই ধরনের ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ করা হচ্ছে। সেটা সন্দেশখালি হোক কিংবা ২০২৪ সালের ১৮ এপ্রিল দমদমে সৌগত রায়ের লোকসভা নির্বাচনে প্রচারে শিশুদের ব্যবহার হোক। আমরা শোকজ নোটিস পাঠিয়েছিলাম। এক্ষেত্রেও কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শোকজ নোটিস পাঠিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমিত মালব্যকে শোকজ করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপি নেতা অমিত মালব্যকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মৃত এক নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

মৃত নাবালিকার পরিচয় প্রকাশ করে বিজেপি এই নেতা জুভেনাইল জাস্টিসের ৭৪ ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, এক্স হ্যান্ডলে এই ঘটনার কথা উল্লেখ করতে গিয়ে নাবালিকার ছবি প্রকাশ করেছেন।

ব্লার করার চেষ্টা হলেও পরিষ্কার নাবালিকাকে বোঝা যাচ্ছে। সেজন্যই শোকজ নোটিস পাঠানো হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান মালব্যকে। কয়েকদিন আগে ক্যানিংয়ে বাড়ি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এই নিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলায় মেয়েরা সুরক্ষিত নন বলেও পোস্টে দাবি করেন তিনি। ওই পোস্টের সঙ্গে নাবালিকার ব্লার করা ছবিও দেন।

আরও পড়ুন: ক্যানিংয়ে রাস্তায় বৃষ্টির জমা জলে ধান চারা রোপণ

বারুইপুর পুলিশের তরফে জানানো হয়, বিষাক্ত কিছু খেয়ে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। ময়নাতদন্তের রিপোর্টে কোনও যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় যাঁরা নাবালিকার ছবি প্রকাশ করেছেন, সেইসব অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করে পুলিশ।

আরও পড়ুন: ‘বঙ্গ বিজেপি তাকে চায় না’ , সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার মালব্যকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই নিয়ে কমিশনের তরফে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, উনি লিখেছেন যৌন হেনস্থা করা হয়েছে। সেটা নিয়ে আমরা কিছু বলছি না। আমরা পুলিশের রিপোর্ট চেয়েছি। উনি মেয়েটির ছবি দিয়েছেন। তা ব্লার করার চেষ্টা করেছেন। কিন্তু, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেজন্যই আমরা শোকজ নোটিস পাঠিয়েছিলাম।

আরও পড়ুন: আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী

বিরোধী দলের নেতা বলে কমিশন কি অতি সক্রিয় হয়ে এই পদক্ষেপ করেছে? এই নিয়ে প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারপার্সন বলেন, আমরা স্বশাসিত সংস্থা। এই ধরনের ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ করা হচ্ছে। সেটা সন্দেশখালি হোক কিংবা ২০২৪ সালের ১৮ এপ্রিল দমদমে সৌগত রায়ের লোকসভা নির্বাচনে প্রচারে শিশুদের ব্যবহার হোক। আমরা শোকজ নোটিস পাঠিয়েছিলাম। এক্ষেত্রেও কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শোকজ নোটিস পাঠিয়েছে।