৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দু’দিনের সফরে অসমে আসছেন অমিত শাহ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুয়াহাটিতে জারি ১৪৪ ধারা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ মে ২০২৩, সোমবার
  • / 118

পুবের কলম, ওয়েবডেস্ক:  আগামী বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে অসমে পৌঁছবেন। তাঁর সফরের দুদিন আগে রবিবার থেকেই গুয়াহাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার দিগন্ত বরা জানান, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে কিছু গোষ্ঠী ও ব্যক্তিরা শহরে আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন করতে পারে, ফলে শহরের শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনসাধারণের শান্তিপূর্ণ যাতায়াত, যান চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের জনজীবন স্বাভাবিক রাখা এবং ওই এলাকায় অফিসগুলিতে কর্মচারীরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন তা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এই আদেশের মূল উদ্দেশ্য।
আদেশে আরও বলা হয়েছে, পাঁচজনের বেশি লোকের জমায়েত এবং মিছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দিষ্ট অনুষ্ঠানগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যেই ওই বৈঠক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আগামীকাল বুধবার অমিত শাহ দুদিনের অসম সফরে আসছেন বলে জানা গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ট্যুইট করা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দুদিনের সফর চলাকালীন জাতীয় ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিয়োগপত্র বিতরণ করবেন।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সরকারি চাকরিতে ৪৫ হাজার প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র বিতরণ করবেন। দুটি কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সব দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’দিনের সফরে অসমে আসছেন অমিত শাহ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুয়াহাটিতে জারি ১৪৪ ধারা

আপডেট : ২২ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আগামী বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে অসমে পৌঁছবেন। তাঁর সফরের দুদিন আগে রবিবার থেকেই গুয়াহাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার দিগন্ত বরা জানান, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে কিছু গোষ্ঠী ও ব্যক্তিরা শহরে আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন করতে পারে, ফলে শহরের শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনসাধারণের শান্তিপূর্ণ যাতায়াত, যান চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের জনজীবন স্বাভাবিক রাখা এবং ওই এলাকায় অফিসগুলিতে কর্মচারীরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন তা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এই আদেশের মূল উদ্দেশ্য।
আদেশে আরও বলা হয়েছে, পাঁচজনের বেশি লোকের জমায়েত এবং মিছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দিষ্ট অনুষ্ঠানগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যেই ওই বৈঠক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আগামীকাল বুধবার অমিত শাহ দুদিনের অসম সফরে আসছেন বলে জানা গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ট্যুইট করা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দুদিনের সফর চলাকালীন জাতীয় ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিয়োগপত্র বিতরণ করবেন।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সরকারি চাকরিতে ৪৫ হাজার প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র বিতরণ করবেন। দুটি কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সব দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।