১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিপুরাকে বামমুক্ত করার হুঙ্কার অমিত শাহের

পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটমুখী ত্রিপুরায় জনসংযোগের বার্তা দিতে  আজ সেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন উত্তর   ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘রথযাত্রা’ (যার পোশাকি নাম, ‘জন বিশ্বাস যাত্রা’)-র উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন,  ২০২৩ এর নির্বাচনে বাম মুক্ত রাজ্য হবে ত্রিপুরা।  রাজ্যে আর কোথাও কমিউনিস্টদের দেখতে পাওয়া যাবেনা।

 

আরও পড়ুন: বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান

এদিন তিনি আরও  বলেন, বিজেপি ভোটে জিতলে, ত্রিপুরা রাজ্যে কোনও যুবক আর বেকার থাকবে না। সকলকেই চাকরি দেওয়া হবে।  ঘরে ঘরে  বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে।  সব থেকে বড় কথা মেয়রা   নিরাপদে থাকবে এবং দলিত আদিবাসীদের সুরক্ষা দেওয়া হবে সর্বক্ষেত্রে।  ত্রিপুরায় তাঁদের জয় হবে নিশ্চিত জেনে তিনি এদিন বলেন, আমরা কাজ করে মানুষের আস্থা অর্জন করব। কারোর মতো মুখে কথা বলে নয়।

আরও পড়ুন: ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়

 

আরও পড়ুন: ত্রিপুরায় দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ধান খেতে মিলল শিশুর নিথর দেহ

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, আমাদের উভয় নেতা বিপ্লব দেব  এবং মানিক সাহার উদ্যোগে আমরা  রেল, ইন্টারনেট, হাইওয়ে এবং এয়ারওয়েজের মতো চারটি প্রকল্পের প্রতিশ্রুতি পূরণ করেছি।” এবার জিতলেও এবারেও সব প্রতিশ্রুতি পূরণ করব।এছাড়াও “উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা”নামক স্লোগানের উন্মোচন করেন তিনি। তিনি এদিন আরও জানান  আগামী বিধানসভা ভোটে এটাই বিজেপির স্লোগান।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুটি রথযাত্রারই উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর ১২টা নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগর অঞ্চলে, প্রথম যাত্রার সূচনা করেন। বেলা দুইটার দিকে দক্ষিণ ত্রিপুরার সব্রুম থেকে অপর যাত্রাটি শুরু করে। এ যাত্রার নাম দেওয়া হয়েছে ‘জনবিশ্বাস যাত্রা’।

 

উল্লেখ্য, ৬০টি বিধানসভা কেন্দ্রের মোট ১,০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই রথ। আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা। তারপরেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে ত্রিপুরায় দল ছাড়ছেন একের পর এক বিজেপি বিধায়ক ও নেতা। এই পরিস্থিতিতে সে রাজ্যে পদ্মের হাল ধরতে শাহ সক্রিয় হয়েছেন বলে দলের একটি সূত্রের খবর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ত্রিপুরাকে বামমুক্ত করার হুঙ্কার অমিত শাহের

আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটমুখী ত্রিপুরায় জনসংযোগের বার্তা দিতে  আজ সেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন উত্তর   ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘রথযাত্রা’ (যার পোশাকি নাম, ‘জন বিশ্বাস যাত্রা’)-র উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন,  ২০২৩ এর নির্বাচনে বাম মুক্ত রাজ্য হবে ত্রিপুরা।  রাজ্যে আর কোথাও কমিউনিস্টদের দেখতে পাওয়া যাবেনা।

 

আরও পড়ুন: বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান

এদিন তিনি আরও  বলেন, বিজেপি ভোটে জিতলে, ত্রিপুরা রাজ্যে কোনও যুবক আর বেকার থাকবে না। সকলকেই চাকরি দেওয়া হবে।  ঘরে ঘরে  বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে।  সব থেকে বড় কথা মেয়রা   নিরাপদে থাকবে এবং দলিত আদিবাসীদের সুরক্ষা দেওয়া হবে সর্বক্ষেত্রে।  ত্রিপুরায় তাঁদের জয় হবে নিশ্চিত জেনে তিনি এদিন বলেন, আমরা কাজ করে মানুষের আস্থা অর্জন করব। কারোর মতো মুখে কথা বলে নয়।

আরও পড়ুন: ত্রিপুরায় পুলিশের উপর হামলা, ওসি-কে গাড়ি থেকে নামিয়ে মাটিতে ফেলে মারধর, উত্তেজনা বিলোনিয়ায়

 

আরও পড়ুন: ত্রিপুরায় দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ধান খেতে মিলল শিশুর নিথর দেহ

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, আমাদের উভয় নেতা বিপ্লব দেব  এবং মানিক সাহার উদ্যোগে আমরা  রেল, ইন্টারনেট, হাইওয়ে এবং এয়ারওয়েজের মতো চারটি প্রকল্পের প্রতিশ্রুতি পূরণ করেছি।” এবার জিতলেও এবারেও সব প্রতিশ্রুতি পূরণ করব।এছাড়াও “উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা”নামক স্লোগানের উন্মোচন করেন তিনি। তিনি এদিন আরও জানান  আগামী বিধানসভা ভোটে এটাই বিজেপির স্লোগান।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুটি রথযাত্রারই উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর ১২টা নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগর অঞ্চলে, প্রথম যাত্রার সূচনা করেন। বেলা দুইটার দিকে দক্ষিণ ত্রিপুরার সব্রুম থেকে অপর যাত্রাটি শুরু করে। এ যাত্রার নাম দেওয়া হয়েছে ‘জনবিশ্বাস যাত্রা’।

 

উল্লেখ্য, ৬০টি বিধানসভা কেন্দ্রের মোট ১,০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই রথ। আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা। তারপরেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে ত্রিপুরায় দল ছাড়ছেন একের পর এক বিজেপি বিধায়ক ও নেতা। এই পরিস্থিতিতে সে রাজ্যে পদ্মের হাল ধরতে শাহ সক্রিয় হয়েছেন বলে দলের একটি সূত্রের খবর।