২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত  হলেন অমিতাভ বচ্চন, ট্যুইট করে নিজেই জানালেন বিগ বি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 91

পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের বিগ বি অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে ট্যুইট বার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। বিগ বি ট্যুইট করে জানান,  ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা কোভিড পরীক্ষা করিয়ে নেবেন’।

আরও পড়ুন: শুটিং সেটে আহত অভিনেতা অমিতাভ বচ্চন

২০২০ সালের প্রথম ঢেউয়ের সময়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় করোনা আক্রান্ত হন পুত্র অভিষেক ও পুত্রবধূ  ঐশ্বরিয়া।

আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৪তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য হয়নি। তবে শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিগ বি অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। যে সিনেমায় অমিতাভের সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা এবং মৌনি রায় অভিনয় করেছেন। সেই হাইপ্রোফাইল সিনেমার প্রচারের কাজে অমিতাভ থাকতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

সেই বিষয়টি নিয়েও প্রয়োজক সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে কিছু জানানো হয়নি’।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত  হলেন অমিতাভ বচ্চন, ট্যুইট করে নিজেই জানালেন বিগ বি

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের বিগ বি অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে ট্যুইট বার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। বিগ বি ট্যুইট করে জানান,  ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা কোভিড পরীক্ষা করিয়ে নেবেন’।

আরও পড়ুন: শুটিং সেটে আহত অভিনেতা অমিতাভ বচ্চন

২০২০ সালের প্রথম ঢেউয়ের সময়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় করোনা আক্রান্ত হন পুত্র অভিষেক ও পুত্রবধূ  ঐশ্বরিয়া।

আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৪তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য হয়নি। তবে শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিগ বি অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। যে সিনেমায় অমিতাভের সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা এবং মৌনি রায় অভিনয় করেছেন। সেই হাইপ্রোফাইল সিনেমার প্রচারের কাজে অমিতাভ থাকতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

সেই বিষয়টি নিয়েও প্রয়োজক সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে কিছু জানানো হয়নি’।