০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষের হলফনামা চাওয়ার নির্দেশে ক্ষুব্ধ বিমান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 20

পুবের কলম প্রতিবেদক: বিজেপির পাঁচ বিধায়ককে বহিষ্কার করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। তা নিয়ে আদালতে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট যা নিয়ে অধ্যক্ষের কাছে হলফনামা চেয়েছে। আদালতের এই হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপি বিধায়কের শাস্তি প্রত্যাহারের মামলায় বিধানসভার কাজে আদালতের কার্যকলাপে আগেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ। বিজেপি বিধায়কদের শাস্তি প্রত্যাহার করা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে কার্যত বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা খর্ব করা হচ্ছে, মনে করছেন তিনি। আর তা নিয়েই ক্ষুব্ধ অধ্যক্ষ।

প্রসঙ্গত, ২৫ এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ২ মে-র মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ ব্যাপারে স্পিকারের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

আরও পড়ুন: ক্লাসরুম ঠান্ডা রাখতে দেওয়ালে গোবর! পাল্টা অধ্যক্ষের ঘরে গোবর লেপে দিল ছাত্রছাত্রীরা

জানা গিযেছে, সেই মামলার শুনানি হবে ৫ মে। তার আগেই অসন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ। তিনি জানিয়েছেন, এতে অধ্যক্ষের সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হচ্ছে। অধ্যক্ষের মতে কোনোভাবেই এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। সংবিধানের ২১২ নম্বর ধারায় বলা হয়েছে আদালত কোনোভাবে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এরপরেও কীভাবে হাইকোর্ট হলফনামা চাইল, তাতে অবাক বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কলেজের ক্লাস রুমে গোবর লেপলেন অধ্যক্ষ, গবেষণার অংশ দাবি কর্তৃপক্ষের

আরও পড়ুন: সই করছেন না অধ্যক্ষ, কালো তালিকাভুক্ত হতে পারে আর জি কর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অধ্যক্ষের হলফনামা চাওয়ার নির্দেশে ক্ষুব্ধ বিমান

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: বিজেপির পাঁচ বিধায়ককে বহিষ্কার করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। তা নিয়ে আদালতে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট যা নিয়ে অধ্যক্ষের কাছে হলফনামা চেয়েছে। আদালতের এই হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপি বিধায়কের শাস্তি প্রত্যাহারের মামলায় বিধানসভার কাজে আদালতের কার্যকলাপে আগেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ। বিজেপি বিধায়কদের শাস্তি প্রত্যাহার করা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে কার্যত বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা খর্ব করা হচ্ছে, মনে করছেন তিনি। আর তা নিয়েই ক্ষুব্ধ অধ্যক্ষ।

প্রসঙ্গত, ২৫ এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ২ মে-র মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ ব্যাপারে স্পিকারের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

আরও পড়ুন: ক্লাসরুম ঠান্ডা রাখতে দেওয়ালে গোবর! পাল্টা অধ্যক্ষের ঘরে গোবর লেপে দিল ছাত্রছাত্রীরা

জানা গিযেছে, সেই মামলার শুনানি হবে ৫ মে। তার আগেই অসন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ। তিনি জানিয়েছেন, এতে অধ্যক্ষের সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হচ্ছে। অধ্যক্ষের মতে কোনোভাবেই এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। সংবিধানের ২১২ নম্বর ধারায় বলা হয়েছে আদালত কোনোভাবে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এরপরেও কীভাবে হাইকোর্ট হলফনামা চাইল, তাতে অবাক বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কলেজের ক্লাস রুমে গোবর লেপলেন অধ্যক্ষ, গবেষণার অংশ দাবি কর্তৃপক্ষের

আরও পড়ুন: সই করছেন না অধ্যক্ষ, কালো তালিকাভুক্ত হতে পারে আর জি কর