০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আনিস কাণ্ডঃ উত্তপ্ত পাঁচলা, বোমাবাজি থেকে ইটবৃষ্টি, লাঠিচার্জ পুলিশের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিস খান হত্যাকাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ঘটনার দিন থেকে আজ পর্যন্ত আনিস খুনে দোষীদের খুনের গ্রেফতারের দাবিতে বার বার সরব হয়েছে ছাত্র যুব সমাজ।

এদিন ফের উত্তপ্ত হল পাঁচলা। এসপি অফিস ঘেরাওয়ে ডাক দিয়ে এদিন বাম-যুব ছাত্র সংগঠন মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিল শুরু হতেই ক্রমশ রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ, জল কামান। রণক্ষেত্রের চেহারা নেয় ৬ নম্বর জাতীয় সড়ক। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, বোতল। বহু পুলিশকর্মী ইটের ঘায়ে আহত হয়েছেন। পুলিশের দাঁড় করানো গাড়িতে একের পর এক চলে ভাঙচুর। গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করা হয়। সেই সঙ্গে চলল বোমাবাজি। একের পর বোমা পড়তে থাকে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় এসপি অফিসের গেট। বিক্ষোভকারীরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। শুরু হয় বিক্ষোভ।

আরও পড়ুন: ‘রাজ্যের থেকে টাকা তুলে রাজ্যকেই বঞ্চিত করা হচ্ছে’, ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে পাঁচলা থেকে সরব মুখ্যমন্ত্রী

হঠাৎ করেই শান্তিপূর্ণ মিছিল উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্ত। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এসপি অফিসের সামনে ট্রাফিক কিয়স্কে ভাঙচুর করা হয়। ইটের আঘাত ক্ষতিগ্রস্ত এসপি অফিসের গেট। পুড়ে ছাই পুলিশের গাড়িতে থাকা নথি।

আরও পড়ুন: শান্ত হচ্ছে পাঁচলা, ব্যাহত ইন্টরেনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা, গ্রেফতার ৩০

এদিন রানিহাটি থেকে মিছিল শুরু হয়। মিছিলের জেরে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। গ্রেফতার করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজনকে।

আরও পড়ুন: আনিস কাণ্ডে কড়া হাইকোর্ট, একমাসের মধ্যে সিট-কে তদন্ত শেষ করার নির্দেশ

যানজট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনিস কাণ্ডঃ উত্তপ্ত পাঁচলা, বোমাবাজি থেকে ইটবৃষ্টি, লাঠিচার্জ পুলিশের

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিস খান হত্যাকাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ঘটনার দিন থেকে আজ পর্যন্ত আনিস খুনে দোষীদের খুনের গ্রেফতারের দাবিতে বার বার সরব হয়েছে ছাত্র যুব সমাজ।

এদিন ফের উত্তপ্ত হল পাঁচলা। এসপি অফিস ঘেরাওয়ে ডাক দিয়ে এদিন বাম-যুব ছাত্র সংগঠন মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিল শুরু হতেই ক্রমশ রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ, জল কামান। রণক্ষেত্রের চেহারা নেয় ৬ নম্বর জাতীয় সড়ক। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, বোতল। বহু পুলিশকর্মী ইটের ঘায়ে আহত হয়েছেন। পুলিশের দাঁড় করানো গাড়িতে একের পর এক চলে ভাঙচুর। গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করা হয়। সেই সঙ্গে চলল বোমাবাজি। একের পর বোমা পড়তে থাকে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয় এসপি অফিসের গেট। বিক্ষোভকারীরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। শুরু হয় বিক্ষোভ।

আরও পড়ুন: ‘রাজ্যের থেকে টাকা তুলে রাজ্যকেই বঞ্চিত করা হচ্ছে’, ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে পাঁচলা থেকে সরব মুখ্যমন্ত্রী

হঠাৎ করেই শান্তিপূর্ণ মিছিল উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্ত। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এসপি অফিসের সামনে ট্রাফিক কিয়স্কে ভাঙচুর করা হয়। ইটের আঘাত ক্ষতিগ্রস্ত এসপি অফিসের গেট। পুড়ে ছাই পুলিশের গাড়িতে থাকা নথি।

আরও পড়ুন: শান্ত হচ্ছে পাঁচলা, ব্যাহত ইন্টরেনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা, গ্রেফতার ৩০

এদিন রানিহাটি থেকে মিছিল শুরু হয়। মিছিলের জেরে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। গ্রেফতার করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজনকে।

আরও পড়ুন: আনিস কাণ্ডে কড়া হাইকোর্ট, একমাসের মধ্যে সিট-কে তদন্ত শেষ করার নির্দেশ

যানজট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা চলছে।