০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ডিভিসির উপর চরম ক্ষুব্ধ নবান্ন

না জানিয়ে ফের ৫৫ হাজার কিউসেক!

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 16

পুবের কলম প্রতিবেদক : ‘নির্দিষ্টভাবে পরিকল্পনা না করে কেন জল ছেড়ে দেওয়া হচ্ছে?’ ডিভিসির উপর ফের ক্ষুব্ধ নবান্ন, দামোদর ভ্যালি কর্পোরেশনকে ‘প্রতিবাদ’ চিঠি রাজ্যের। নবান্নের নির্দেশে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার-এর প্রতিবাদ চিঠি ডিভিসিকে।

লাগাতার বৃষ্টিতে দামোদরের নিচু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে। বৃষ্টির দরুন নদীগুলির জল স্তর বাড়ছে। এরপর ডিভিসি পরিকল্পনা করে না জল ছাড়লে তাহলে রাজ্যের একাধিক জেলার উপর প্রভাব পড়বে। তাই নির্দিষ্ট পরিকল্পনা করে ডিভিসি জল ছাড়ুক। রাজ্যের প্রতিবাদ চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ডিভিসিকে।

আরও পড়ুন: জলছাড়ার পরিমাণ কমাতে ফের ডিভিসিকে চিঠি পাঠাল নবান্ন

গত ২৪ ঘণ্টায় ইতিমধ্যে ৪৯০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এবার ফের ছাড়ল ৫৫ কিউসেক জল। আগামী তিন- চার দিন ঝাড়খণ্ড, বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে এইভাবে ডিভিসি পরিকল্পনা না করে জল ছাড়তে থাকলে বাঁকুড়া, হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা নবান্নের।

আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির

তাই প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়ার পাশাপাশি পরিকল্পনা করে জল ছাড়ার অনুরোধ রাজ্যের।চলতি বর্ষার সময় এখনও পর্যন্ত ডিভিসিকে রাজ্যের তরফে চারবার প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হল বলেই নবান্ন সূত্রে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিভিসির উপর চরম ক্ষুব্ধ নবান্ন

না জানিয়ে ফের ৫৫ হাজার কিউসেক!

আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : ‘নির্দিষ্টভাবে পরিকল্পনা না করে কেন জল ছেড়ে দেওয়া হচ্ছে?’ ডিভিসির উপর ফের ক্ষুব্ধ নবান্ন, দামোদর ভ্যালি কর্পোরেশনকে ‘প্রতিবাদ’ চিঠি রাজ্যের। নবান্নের নির্দেশে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার-এর প্রতিবাদ চিঠি ডিভিসিকে।

লাগাতার বৃষ্টিতে দামোদরের নিচু এলাকা ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে। বৃষ্টির দরুন নদীগুলির জল স্তর বাড়ছে। এরপর ডিভিসি পরিকল্পনা করে না জল ছাড়লে তাহলে রাজ্যের একাধিক জেলার উপর প্রভাব পড়বে। তাই নির্দিষ্ট পরিকল্পনা করে ডিভিসি জল ছাড়ুক। রাজ্যের প্রতিবাদ চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ডিভিসিকে।

আরও পড়ুন: জলছাড়ার পরিমাণ কমাতে ফের ডিভিসিকে চিঠি পাঠাল নবান্ন

গত ২৪ ঘণ্টায় ইতিমধ্যে ৪৯০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এবার ফের ছাড়ল ৫৫ কিউসেক জল। আগামী তিন- চার দিন ঝাড়খণ্ড, বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে এইভাবে ডিভিসি পরিকল্পনা না করে জল ছাড়তে থাকলে বাঁকুড়া, হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা নবান্নের।

আরও পড়ুন: ওয়াকফ বিলের প্রতিবাদ: নীতীশের ইফতার মজলিস বয়কট মুসলিম সংগঠনগুলির

তাই প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়ার পাশাপাশি পরিকল্পনা করে জল ছাড়ার অনুরোধ রাজ্যের।চলতি বর্ষার সময় এখনও পর্যন্ত ডিভিসিকে রাজ্যের তরফে চারবার প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হল বলেই নবান্ন সূত্রে খবর।