ফের রাজস্থানে বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে দু’জন যাত্রীর মৃত্যু, আহত ৫
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 83
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বাসে আগুন লেগে মৃত্যু হল দু’জন যাত্রীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানে জয়পুরে। অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাসিম (৫০) এবং শাহিনম (২০)। তাঁরা সম্পর্কে বাবা ও মেয়ে। অনেকেই আহত হয়েছেন।
দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন শাহপুরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, এদিন একটি ১১ হাজার কিলোভোল্টের হাইটেনশন তার ছিড়ে পড়ে বাসের উপর। ফলে বাসে থাকা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং বাসটিতে আগুন ধরে যায়। বাসটির দশজন শ্রমিক উত্তরপ্রদেশের বরেলি থেকে টোডির একটি ইটভাটায় কাজ করতে এসেছিলেন।































