তৃণমূলের জেলা সংগঠনে ফের রদবদল, বড় দায়িত্বে শংকর মালাকার

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 114
পুবের কলম ওয়েবডেস্ক: দলবদল করেই তৃণমূলে বড় পদ পেলেন হাত থেকে আসা নেতা শংকর মালাকার। তৃণমূলের জেলা সংগঠনে ফের রদবদল করা হয়েছে। বারাস সংগঠনিক জেলার চেয়ার পার্সন এবং সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।
তৃণমূলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসত সাংগাঠনিক জেলার চেয়ার পার্সন হলেন সব্যসাচী দত্ত। জেলা সভাপতি রইলেন সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য মাদার কমিটির নয়া সহ সভাপতির পদ পেলেন শংকর মালাকার। রাজ্য সাধারণ সম্পাদক হলেন ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকি। সাংগঠনিক স্তরে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
AITC under the guidance and inspiration of Hon’ble Chairperson Smt. @MamataOfficial is pleased to announce an addendum to the list of new District Presidents & Chairpersons in the state of West Bengal. pic.twitter.com/rGHkUTnA33
— All India Trinamool Congress (@AITCofficial) June 9, 2025