০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার বেশি রাতের দিকে ফের রকেট হামলা কাবুলে

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের রকেট হামলার ঘটনা ঘটল কাবুলে। কাবুলের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার বেশি রাতের দিকে এই হামলা হয় কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছেই।

উল্লেখ্য মাত্র তিন সপ্তাহ আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের মাটি। যার ফলে নিহত হন ১৬০ জনেরও বেশি।এরপর  ফের রকেট হানায় ফের কেঁপে উঠল আফগানিস্তান। এখনও পর্যন্ত কোন গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমানও।

গত ১৫ অগস্ট কাবুল দখল করে  তালিবানরা। দ্বিতীয় বারের জন্য ২০ বছর ক্ষমতায় এসেছে তালিবানরা। এরপরেই কাবুল বিমানবন্দর  সংলগ্ন এলাকায় ঘটে যায় বিস্ফোরণ। প্রাণ হারান কমপক্ষে ১৭০ জন। ইসলামিক স্টেট খোরাসান দায় স্বীকার করে। তবে এবারের হামলায় কেউ দায় স্বীকার এখনও পর্যন্ত না করলেও অভিযোগের আঙুল আই এস খোরাসান সন্ত্রাসী গোষ্ঠীর দিকেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তৃণমূলে মোহভঙ্গ, ফের কংগ্রেসে যোগ দিলেন মৌসম নূর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃহস্পতিবার বেশি রাতের দিকে ফের রকেট হামলা কাবুলে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফের রকেট হামলার ঘটনা ঘটল কাবুলে। কাবুলের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার বেশি রাতের দিকে এই হামলা হয় কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছেই।

উল্লেখ্য মাত্র তিন সপ্তাহ আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের মাটি। যার ফলে নিহত হন ১৬০ জনেরও বেশি।এরপর  ফের রকেট হানায় ফের কেঁপে উঠল আফগানিস্তান। এখনও পর্যন্ত কোন গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমানও।

গত ১৫ অগস্ট কাবুল দখল করে  তালিবানরা। দ্বিতীয় বারের জন্য ২০ বছর ক্ষমতায় এসেছে তালিবানরা। এরপরেই কাবুল বিমানবন্দর  সংলগ্ন এলাকায় ঘটে যায় বিস্ফোরণ। প্রাণ হারান কমপক্ষে ১৭০ জন। ইসলামিক স্টেট খোরাসান দায় স্বীকার করে। তবে এবারের হামলায় কেউ দায় স্বীকার এখনও পর্যন্ত না করলেও অভিযোগের আঙুল আই এস খোরাসান সন্ত্রাসী গোষ্ঠীর দিকেই।