১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালদায় ফের শুটআউট, বৌদিকে বিয়ের প্রস্তাব দিয়ে গুলিবিদ্ধ দেওর

পুবের কলম ওয়েবডেস্ক: কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর৷ ফের গুলি চলল মালদায়৷ মঙ্গলবার মাথায় গুলি লেগে নিহত হয়েছেন এক যুবক৷ নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৬)৷

বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামে৷ পরিবারের সদস্যদের কথায়, প্রতিদিনের মতো এদিনও সাদ্দাম ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তিনি ওই ইটভাটার  মালিক ৷ কিন্তু ভাটায় যাওয়ার আগে তিনি খোকরা গ্রামে সাকিলা খাতুনের বাড়িতে ঢোকেন৷ সাকিলা সম্পর্কে তাঁর বউদি৷

আরও পড়ুন: মিটনা শাবনাম অ্যাকাডেমিতে স্বাধীনতা দিবস পালন

এদিন বউদির বাড়িতেই গুলিবিদ্ধ হন তিনি৷ সাকিলার দিদির বক্তব্য, তাঁর বোনকে এদিন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাদ্দাম৷ কিন্তু তাঁর বোন বিবাহিতা৷ একটি মেয়ে রয়েছে৷ সাদ্দামও বিবাহিত৷ তাঁরও সন্তান রয়েছে৷ তা সত্ত্বেও এদিন সাদ্দাম তাঁর বোনকে জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হলে তিনি আত্মহত্যা করবেন৷

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার, রাজ্য সরকারের সহায়তায়  বাড়ি ফিরলেন মালদার বাসিন্দা

সেই সময় বৃষ্টি চলে আসায় বোন ও তিনি ঘরের ভিতরে ঢুকে পড়েন৷ তখনই একটি আওয়াজ শোনা যায়৷ বাইরে বেরিয়ে দেখেন, সাদ্দাম পড়ে রয়েছেন৷ তাঁর মাথার ডানদিকে গুলি লেগেছে৷ এদিকে গুলির শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন৷ তড়িঘড়ি সাদ্দামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷

আরও পড়ুন: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি! দায় স্বীকার খালিস্তানি গ্যাংস্টারের

খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷ এসডিপিও (চাঁচল) সোমনাথ সাহা জানান, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ এই ঘটনার পিছনে পরকীয়ার কোনও কাহিনি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদ্দাম আত্মহত্যা করেছেন৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য সাকিলা খাতুনকে আটক করা হয়েছে৷ তবে প্রশ্ন উঠছে সাদামের হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো? কে দিলো তাকে?

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালদায় ফের শুটআউট, বৌদিকে বিয়ের প্রস্তাব দিয়ে গুলিবিদ্ধ দেওর

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর৷ ফের গুলি চলল মালদায়৷ মঙ্গলবার মাথায় গুলি লেগে নিহত হয়েছেন এক যুবক৷ নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৬)৷

বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামে৷ পরিবারের সদস্যদের কথায়, প্রতিদিনের মতো এদিনও সাদ্দাম ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তিনি ওই ইটভাটার  মালিক ৷ কিন্তু ভাটায় যাওয়ার আগে তিনি খোকরা গ্রামে সাকিলা খাতুনের বাড়িতে ঢোকেন৷ সাকিলা সম্পর্কে তাঁর বউদি৷

আরও পড়ুন: মিটনা শাবনাম অ্যাকাডেমিতে স্বাধীনতা দিবস পালন

এদিন বউদির বাড়িতেই গুলিবিদ্ধ হন তিনি৷ সাকিলার দিদির বক্তব্য, তাঁর বোনকে এদিন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাদ্দাম৷ কিন্তু তাঁর বোন বিবাহিতা৷ একটি মেয়ে রয়েছে৷ সাদ্দামও বিবাহিত৷ তাঁরও সন্তান রয়েছে৷ তা সত্ত্বেও এদিন সাদ্দাম তাঁর বোনকে জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হলে তিনি আত্মহত্যা করবেন৷

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার, রাজ্য সরকারের সহায়তায়  বাড়ি ফিরলেন মালদার বাসিন্দা

সেই সময় বৃষ্টি চলে আসায় বোন ও তিনি ঘরের ভিতরে ঢুকে পড়েন৷ তখনই একটি আওয়াজ শোনা যায়৷ বাইরে বেরিয়ে দেখেন, সাদ্দাম পড়ে রয়েছেন৷ তাঁর মাথার ডানদিকে গুলি লেগেছে৷ এদিকে গুলির শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন৷ তড়িঘড়ি সাদ্দামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷

আরও পড়ুন: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি! দায় স্বীকার খালিস্তানি গ্যাংস্টারের

খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷ এসডিপিও (চাঁচল) সোমনাথ সাহা জানান, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ এই ঘটনার পিছনে পরকীয়ার কোনও কাহিনি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদ্দাম আত্মহত্যা করেছেন৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য সাকিলা খাতুনকে আটক করা হয়েছে৷ তবে প্রশ্ন উঠছে সাদামের হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো? কে দিলো তাকে?