ইসরাইলে মিসাইল হামলা আনসারুল্লাহর

- আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার
- / 59
সানা: ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ-হুতিরা। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরাইলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফিলিস্তিন ২’। গাজায় ইসরাইলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ সীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে। তেল আবিবজুড়ে সতর্কতা জারি করা হয়েছিল। এ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।