১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কলকাতা পুলিশের কমিশনারের বার্তা

চামেলি দাস
  • আপডেট : ২৫ জুন ২০২৫, বুধবার
  • / 178

আবুল খায়েরঃ আজ গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিনটিকে সামনে রেখে বেশ কয়েকদিন আগে থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে চলছে বিভিন্ন সচেতনতা প্রচার কর্মসূচি। মাদক বিরোধী দিবসের আগে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা শহরবাসীর উদ্দেশ্যে এক বার্তা দেন। বার্তায় সিপি বলেন, কলকাতাবাসী আগামী ২৬ জুন  পালিত হবে মাদক বিরোধী ও মাদক পাচার প্রতিরোধ দিবস।

এই বিশেষ দিনে মাদক মুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তিনি আরও বলেন, এই তাৎপর্যপূর্ণ দিন আমাদের মনে করিয়ে দেয় মাদকের ধবংসাত্মক প্রভাব কতটা গভীর। প্রতি বছর হাজার হাজার মানুষ মাদকের নেশার কারণে প্রাণ হারান এবং বহু পরিবার চিরতরে ক্ষতিগ্রস্থ হয়। মাদকের প্রভাব শুধু ব্যক্তিকেই নয় সমাজের ভিত্তিকেও দূর্বল করে দেয়।

একইসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “কলকাতা পুলিশ এই সমস্যার মোকাবিলায় বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য দুটি, একদিকে মাদকের নেশা প্রতিরোধ করা অন্যদিকে মাদক পাচারে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই বছরের থিম, ‘ব্রেক দ্য চেইন, প্রিভেশন ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি ফর অল, অর্থাৎ ভেঙে দাও মাদকের শৃঙ্খল, প্রতিরোধ চিকিৎসা ও পুর্নবাসন সবার জন্য। শহরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মনোজ ভর্মা বলেন, আসুন আমরা সকলে মিলে শপথ নিই আমাদের প্রিয় শহরকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবো। কেউ যেন মাদকের শিকার না হন। সে নো টু ড্রাগস।

আরও পড়ুন: জয়নগর থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী পদযাত্রায় পা মেলালেন স্কুল পড়ুয়ারা

গত সোমবার ধর্মতলা সেন্ট্রাল ট্রাফিক গার্ডের কাছ থেকে সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি হয়। যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণও মানুষও অংশগ্রহণ করে। বুধবার পার্কসার্কাস সেভেন পয়েন্টও এই ধরনের অনুষ্ঠান হয়। তবে নেশামুক্ত শহর গড়তে শুধুমাত্র সচেতনতা প্রচারই যথেষ্ট নয় বলেই মনে করেন সংশ্লিষ্টমহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কলকাতা পুলিশের কমিশনারের বার্তা

আপডেট : ২৫ জুন ২০২৫, বুধবার

আবুল খায়েরঃ আজ গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিনটিকে সামনে রেখে বেশ কয়েকদিন আগে থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে চলছে বিভিন্ন সচেতনতা প্রচার কর্মসূচি। মাদক বিরোধী দিবসের আগে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা শহরবাসীর উদ্দেশ্যে এক বার্তা দেন। বার্তায় সিপি বলেন, কলকাতাবাসী আগামী ২৬ জুন  পালিত হবে মাদক বিরোধী ও মাদক পাচার প্রতিরোধ দিবস।

এই বিশেষ দিনে মাদক মুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তিনি আরও বলেন, এই তাৎপর্যপূর্ণ দিন আমাদের মনে করিয়ে দেয় মাদকের ধবংসাত্মক প্রভাব কতটা গভীর। প্রতি বছর হাজার হাজার মানুষ মাদকের নেশার কারণে প্রাণ হারান এবং বহু পরিবার চিরতরে ক্ষতিগ্রস্থ হয়। মাদকের প্রভাব শুধু ব্যক্তিকেই নয় সমাজের ভিত্তিকেও দূর্বল করে দেয়।

একইসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “কলকাতা পুলিশ এই সমস্যার মোকাবিলায় বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য দুটি, একদিকে মাদকের নেশা প্রতিরোধ করা অন্যদিকে মাদক পাচারে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই বছরের থিম, ‘ব্রেক দ্য চেইন, প্রিভেশন ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি ফর অল, অর্থাৎ ভেঙে দাও মাদকের শৃঙ্খল, প্রতিরোধ চিকিৎসা ও পুর্নবাসন সবার জন্য। শহরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মনোজ ভর্মা বলেন, আসুন আমরা সকলে মিলে শপথ নিই আমাদের প্রিয় শহরকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবো। কেউ যেন মাদকের শিকার না হন। সে নো টু ড্রাগস।

আরও পড়ুন: জয়নগর থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী পদযাত্রায় পা মেলালেন স্কুল পড়ুয়ারা

গত সোমবার ধর্মতলা সেন্ট্রাল ট্রাফিক গার্ডের কাছ থেকে সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি হয়। যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণও মানুষও অংশগ্রহণ করে। বুধবার পার্কসার্কাস সেভেন পয়েন্টও এই ধরনের অনুষ্ঠান হয়। তবে নেশামুক্ত শহর গড়তে শুধুমাত্র সচেতনতা প্রচারই যথেষ্ট নয় বলেই মনে করেন সংশ্লিষ্টমহল।