১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামিকাল থেকেই অ্যাডমিশন পোর্টালে আবেদন করা যাবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

চামেলি দাস
  • আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 97

পুবের কলম ওয়েবডেস্ক: আগামিকাল, বুধবার, থেকেই কেন্দ্রীয় পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পড়ুয়াদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে শিক্ষাবিভাগ এআই প্রযুক্তি-সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে বলে খবর।১৮ জুন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদন শেষ তারিখ ১ জুলাই।সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করা যাবে। একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। মেধা তালিকা অনুযায়ী আসন বণ্টন। সমস্ত তথ্য মিলবে পোর্টালে। এসএমএস ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রভিশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে এআই চ্যাটবট ‘বীণা’।

আরও পড়ুন: কসবার আইন কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে, জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আরও পড়ুন: গরমে দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামিকাল থেকেই অ্যাডমিশন পোর্টালে আবেদন করা যাবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আগামিকাল, বুধবার, থেকেই কেন্দ্রীয় পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পড়ুয়াদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে শিক্ষাবিভাগ এআই প্রযুক্তি-সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে বলে খবর।১৮ জুন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদন শেষ তারিখ ১ জুলাই।সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করা যাবে। একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। মেধা তালিকা অনুযায়ী আসন বণ্টন। সমস্ত তথ্য মিলবে পোর্টালে। এসএমএস ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রভিশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে এআই চ্যাটবট ‘বীণা’।

আরও পড়ুন: কসবার আইন কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে, জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আরও পড়ুন: গরমে দু’দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী