১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লতা মঙ্গেশকরের প্রয়াণে আন্তরিক শ্রদ্ধা এ আর রহমানের, শেয়ার করলেন ভিডিও

মাসুদ আলি
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 156

পুবের কলম ওয়েবডেস্ক : নাইটিঙ্গেলের প্রতি তার চার শব্দের শ্রদ্ধাঞ্জলি টুইট করলেন মাদ্রাজের ‘মোজার্ট’, এআর রহমান। লতা মঙ্গেশকরের সম্মানে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি উজ্জ্বল শ্রদ্ধার ভিডিও পোস্ট করেছেন এআর রহমান। ‘দিল সে’ থেকে ‘রং দে’ বাসন্তী ছবির স্মৃতি রুল ধরেছেন তিনি।রহমান নাইটিংগেলের পায়ের কাছে বসে থাকা একটি ছবি পোস্ট করে টুইটে লেখেন , “ভালবাসা, শ্রদ্ধা এবং প্রার্থনা।”

এমনিতে এ আর রহমান খুব কম কথা বলেন।তবে সুরসম্রাজ্ঞীর লতার প্রয়াণে তাঁর সম্পর্কে অনেক কথা বলেছেন তিনি । রহমান বলেন, ‘এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের দিন। লতাজি কেবল একজন কণ্ঠশিল্পী নন, তিনি কেবল একজন আইকনই নন, আমি মনে করি তিনি ভারতেরআত্মার একটি অংশ, ভারতের চেতনার একটি অংশ। হিন্দুস্তানি সঙ্গীত, হিন্দি কবিতা, উর্দু কবিতা, বাংলা এবং আরও অনেক ভাষায় তিনি গেয়েছেন। আমাদের মনে তাঁর প্রয়াণের শূন্যতা চিরকাল থাকবে।”

আরও পড়ুন: ‘আমার মুসলিম নাম রেখেছিলেন এক হিন্দু জ্যোতিষী’: এ আর রহমান

স্মৃতিচারণ করতে গিয়ে রহমান লিখেছেন, আমি লতাজির সঙ্গে বেশ কিছু প্রোগ্রাম করেছি। একদিন লতাজির অনুষ্ঠান ছিল বিকাল ৪ টের সময়। উনি যে গান গাইবেন, সেটা একবার অনুশীলন করে নিলেন। পরে আমি দেখছি, তিনি সেই গান বারবার অনুশীল করছেন।তখনই আমি বুঝতে পারি কোনও জিনিস নিখুঁত করে করতে হলে এটাই নিয়ম।লতাজির মুখে শুনেছিলাম কীভাবে তাঁরা রিহার্স করতেন।অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে লতাজি বলেন, ‘নওশাদ সাহেব আমাদের ১১ দিন টানা রিহার্সাল করতে বাধ্য করেছিলেন । বার বার নওশাদ সাহেব বলতেন আরও একবার গাইতে হবে। রেকর্ডিং হয়ে যাওয়ার পরও নওশাদ একা একা গানটি শোনেন। শেষে বলেন, আর একবার রেকর্ডিং হলে ভালো হত। ক্লান্ত হয়ে পড়েছিলেন লতা। শেষে নিখুঁত গানটি উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? সঙ্গীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন AR Rahman

 

আরও পড়ুন: অসুস্থ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এআর রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লতা মঙ্গেশকরের প্রয়াণে আন্তরিক শ্রদ্ধা এ আর রহমানের, শেয়ার করলেন ভিডিও

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : নাইটিঙ্গেলের প্রতি তার চার শব্দের শ্রদ্ধাঞ্জলি টুইট করলেন মাদ্রাজের ‘মোজার্ট’, এআর রহমান। লতা মঙ্গেশকরের সম্মানে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি উজ্জ্বল শ্রদ্ধার ভিডিও পোস্ট করেছেন এআর রহমান। ‘দিল সে’ থেকে ‘রং দে’ বাসন্তী ছবির স্মৃতি রুল ধরেছেন তিনি।রহমান নাইটিংগেলের পায়ের কাছে বসে থাকা একটি ছবি পোস্ট করে টুইটে লেখেন , “ভালবাসা, শ্রদ্ধা এবং প্রার্থনা।”

এমনিতে এ আর রহমান খুব কম কথা বলেন।তবে সুরসম্রাজ্ঞীর লতার প্রয়াণে তাঁর সম্পর্কে অনেক কথা বলেছেন তিনি । রহমান বলেন, ‘এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের দিন। লতাজি কেবল একজন কণ্ঠশিল্পী নন, তিনি কেবল একজন আইকনই নন, আমি মনে করি তিনি ভারতেরআত্মার একটি অংশ, ভারতের চেতনার একটি অংশ। হিন্দুস্তানি সঙ্গীত, হিন্দি কবিতা, উর্দু কবিতা, বাংলা এবং আরও অনেক ভাষায় তিনি গেয়েছেন। আমাদের মনে তাঁর প্রয়াণের শূন্যতা চিরকাল থাকবে।”

আরও পড়ুন: ‘আমার মুসলিম নাম রেখেছিলেন এক হিন্দু জ্যোতিষী’: এ আর রহমান

স্মৃতিচারণ করতে গিয়ে রহমান লিখেছেন, আমি লতাজির সঙ্গে বেশ কিছু প্রোগ্রাম করেছি। একদিন লতাজির অনুষ্ঠান ছিল বিকাল ৪ টের সময়। উনি যে গান গাইবেন, সেটা একবার অনুশীলন করে নিলেন। পরে আমি দেখছি, তিনি সেই গান বারবার অনুশীল করছেন।তখনই আমি বুঝতে পারি কোনও জিনিস নিখুঁত করে করতে হলে এটাই নিয়ম।লতাজির মুখে শুনেছিলাম কীভাবে তাঁরা রিহার্স করতেন।অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে লতাজি বলেন, ‘নওশাদ সাহেব আমাদের ১১ দিন টানা রিহার্সাল করতে বাধ্য করেছিলেন । বার বার নওশাদ সাহেব বলতেন আরও একবার গাইতে হবে। রেকর্ডিং হয়ে যাওয়ার পরও নওশাদ একা একা গানটি শোনেন। শেষে বলেন, আর একবার রেকর্ডিং হলে ভালো হত। ক্লান্ত হয়ে পড়েছিলেন লতা। শেষে নিখুঁত গানটি উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? সঙ্গীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন AR Rahman

 

আরও পড়ুন: অসুস্থ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এআর রহমান