০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত!

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার
  • / 23

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক :  সারাদিন রাস্তাঘাটে থাকার কারণে যেমন ত্বকের ক্ষতি হয়, সমান ভাবে রোদ, ধুলো বালিতে চুলেরও অনেক ক্ষতি হয়। ঠিক যে ভাবে রোদ ত্বককে রুক্ষ ও শুষ্ক করে , একইভাবে চুলে্র ওপরেও তার প্রভাব পরে । তার জন্য ত্বকের মতো চুলেরও যত্ন নেওয়া দরকার। তাপ ও দূষণের জেরে চুল অনেক সময় তার জেল্লা হারায়। তাই চুলের জেল্লা ফেরাতে আপনাকে মেনে চলতে হবে কয়েকটা নিয়মাবলী।

 

তা বলে কি আপনি বিউটি পার্লারের কথা ভাবছেন?  পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করার কথা ভাবছেন! এত চিন্তা করার কিছু নেই , আপনি বাড়িতে বসেই নিয়ে নিতে পারবেন আপনার চুলের যত্ন।

 

রইলো সেই পদ্ধতি ও উপকরণ

 

নারকেল তেল

 

অ্যালো ভেরা

 

মধু

 

অলিভ অয়েল

 

কলা

 

আমন্ড অয়েল

 

তার নিয়মিত ব্যবহারে চুল যেমন হবে মসৃণ, তেমন বাড়বে ঔজ্জ্বল্য।

 

মধু আর অলিভ অয়েল

 

মধু আর অলিভ অয়েল যেমন ত্বকের জন্য খুব উপকারি। একইভাবে মধু আর অলিভ অয়েলের মিশ্রিত প্যাক চুলের জন্য খুব উপযোগী । চুলের গোড়া ফেটে গেলে এবং অতিরিক্ত চুল ঝরলে এই প্যাক ব্যবহার করতে পারেন। দু- তিন চামচ অলিভ অয়েলের সাথে এক চামচ মধু মিশিয়ে নিন। তারপর ভাল করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি । তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন, দেখবেন আপনার চুলটি আগের তুলনাই অনেক নরম হয়েছে।

 

নারকেল তেল আর অ্যালোভেরা জেল

 

আমরা সকলেই নারকেল তেলের গুনাগুণ সম্বন্ধে কমবেশি জানি। কিন্তু জানেন কি শুধু চুলে মাখার জন্য নয়। ত্বকের জন্যেও নারকেল তেলের জুড়ি মেলা ভার। রোদের তাপ – দূষণ ও নানা কারণে চুল তার জেল্লা হারায় ,চুলের সেই ঔজ্জ্বল্যতা ফেরাতে ব্যবহার করুন নারকেল তেল মিশ্রিত অ্যালো ভেরা জেলের  পেস্ট। তিন চার চামচ নারকেল তেলের সঙ্গে তিন চার চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিতে হবে। তার পর মিশ্রণটি ভাল ভাবে বানিয়ে নিতে হবে। তার পর মিশ্রণটি ভাল ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক – দু’ ই বার এই কৌশল অবলম্বন করলেই আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো ফলাফল।

আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত!
প্রতীকী ছবি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত!

আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক :  সারাদিন রাস্তাঘাটে থাকার কারণে যেমন ত্বকের ক্ষতি হয়, সমান ভাবে রোদ, ধুলো বালিতে চুলেরও অনেক ক্ষতি হয়। ঠিক যে ভাবে রোদ ত্বককে রুক্ষ ও শুষ্ক করে , একইভাবে চুলে্র ওপরেও তার প্রভাব পরে । তার জন্য ত্বকের মতো চুলেরও যত্ন নেওয়া দরকার। তাপ ও দূষণের জেরে চুল অনেক সময় তার জেল্লা হারায়। তাই চুলের জেল্লা ফেরাতে আপনাকে মেনে চলতে হবে কয়েকটা নিয়মাবলী।

 

তা বলে কি আপনি বিউটি পার্লারের কথা ভাবছেন?  পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করার কথা ভাবছেন! এত চিন্তা করার কিছু নেই , আপনি বাড়িতে বসেই নিয়ে নিতে পারবেন আপনার চুলের যত্ন।

 

রইলো সেই পদ্ধতি ও উপকরণ

 

নারকেল তেল

 

অ্যালো ভেরা

 

মধু

 

অলিভ অয়েল

 

কলা

 

আমন্ড অয়েল

 

তার নিয়মিত ব্যবহারে চুল যেমন হবে মসৃণ, তেমন বাড়বে ঔজ্জ্বল্য।

 

মধু আর অলিভ অয়েল

 

মধু আর অলিভ অয়েল যেমন ত্বকের জন্য খুব উপকারি। একইভাবে মধু আর অলিভ অয়েলের মিশ্রিত প্যাক চুলের জন্য খুব উপযোগী । চুলের গোড়া ফেটে গেলে এবং অতিরিক্ত চুল ঝরলে এই প্যাক ব্যবহার করতে পারেন। দু- তিন চামচ অলিভ অয়েলের সাথে এক চামচ মধু মিশিয়ে নিন। তারপর ভাল করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি । তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন, দেখবেন আপনার চুলটি আগের তুলনাই অনেক নরম হয়েছে।

 

নারকেল তেল আর অ্যালোভেরা জেল

 

আমরা সকলেই নারকেল তেলের গুনাগুণ সম্বন্ধে কমবেশি জানি। কিন্তু জানেন কি শুধু চুলে মাখার জন্য নয়। ত্বকের জন্যেও নারকেল তেলের জুড়ি মেলা ভার। রোদের তাপ – দূষণ ও নানা কারণে চুল তার জেল্লা হারায় ,চুলের সেই ঔজ্জ্বল্যতা ফেরাতে ব্যবহার করুন নারকেল তেল মিশ্রিত অ্যালো ভেরা জেলের  পেস্ট। তিন চার চামচ নারকেল তেলের সঙ্গে তিন চার চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিতে হবে। তার পর মিশ্রণটি ভাল ভাবে বানিয়ে নিতে হবে। তার পর মিশ্রণটি ভাল ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক – দু’ ই বার এই কৌশল অবলম্বন করলেই আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো ফলাফল।

আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত!
প্রতীকী ছবি