পুবের কলম, ওয়েবডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলের আগওয়ারা এলাকায় সেন্ট মেরি’স ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে সশস্ত্র হামলায় ২২০ জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মী অপহৃত হয়েছে। শুক্রবার ভোররাত ১টা থেকে ৩টার মধ্যে হামলাকারীরা হোস্টেলে ঢুকে শিক্ষার্থী, শিক্ষক ও এক নিরাপত্তারক্ষীকে জিম্মি করে। নিরাপত্তারক্ষীকে গুলি করা হয়। কিছু শিক্ষার্থী পালিয়ে বাঁচতে সক্ষম হয়।
নাইজেরিয়ান খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানায়, অপহৃতদের মধ্যে রয়েছে ২১৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষক। রাজ্য সরকারের সচিব আবুবকর উসমান জানান, নিরাপত্তা হুমকির সতর্কতা সত্ত্বেও অনুমতি ছাড়াই স্কুল খোলা ছিল, যা ঝুঁকি আরও বাড়িয়েছে। পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে এবং আশপাশের বনাঞ্চলে চিরুনি তল্লাশি চলছে।
সাম্প্রতিক সময়ে স্কুল অপহরণের ঘটনা নাইজেরিয়ায় উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকদিন আগেই কেব্বি রাজ্যে ২৫ শিক্ষার্থী অপহৃত হয়। ‘ডাকাত দল’ নামে পরিচিত সশস্ত্র গ্রুপগুলো মুক্তিপণের উদ্দেশ্যে এসব হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ জানায়, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
































