১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সার্ভিস রাইফেলে আত্মহত্যা সেনা জওয়ানের

সামিমা এহসানা
  • আপডেট : ৩ মার্চ ২০২৪, রবিবার
  • / 21

পুবের কলম ওয়েব ডেস্ক: সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল বছর ৩৫ এর সিপাই রাজ শেখরন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। ওড়িশার কেন্দ্রপাড়ায় ডিআরডিওর কার্যালয়ে পোস্টিং ছিল ওই জওয়ানের। রবিবার দুপুরে ডিআরডিওর রাডার অবজারভেটরিতে ডিউটি করার সময় হঠাৎই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন সে। দুপুর ২ টো নাগাদ তাঁকে রক্তের স্রোতে ভাসতে দেখে সহকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছে ওই জওয়ান। যদিও তদন্ত শুরু হয়েছে। মৃত জওয়ানের রাইফেলটি বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহালাকপদা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিমল কুমার মল্লিক।

এভাবে সার্ভিস রাইফেল নিয়ে আত্মহত্যার ঘটনা দেশে প্রথম নয়। আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। কিন্তু বারেবারে এমন ঘটনা ঘটার পরও কেন জওয়ানদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে মনোবিদদের সাহায্য নেওয়া হচ্ছে না, এই নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সার্ভিস রাইফেলে আত্মহত্যা সেনা জওয়ানের

আপডেট : ৩ মার্চ ২০২৪, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করল বছর ৩৫ এর সিপাই রাজ শেখরন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। ওড়িশার কেন্দ্রপাড়ায় ডিআরডিওর কার্যালয়ে পোস্টিং ছিল ওই জওয়ানের। রবিবার দুপুরে ডিআরডিওর রাডার অবজারভেটরিতে ডিউটি করার সময় হঠাৎই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন সে। দুপুর ২ টো নাগাদ তাঁকে রক্তের স্রোতে ভাসতে দেখে সহকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছে ওই জওয়ান। যদিও তদন্ত শুরু হয়েছে। মৃত জওয়ানের রাইফেলটি বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহালাকপদা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিমল কুমার মল্লিক।

এভাবে সার্ভিস রাইফেল নিয়ে আত্মহত্যার ঘটনা দেশে প্রথম নয়। আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। কিন্তু বারেবারে এমন ঘটনা ঘটার পরও কেন জওয়ানদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে মনোবিদদের সাহায্য নেওয়া হচ্ছে না, এই নিয়ে উঠছে প্রশ্ন।