১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
BSF-এর ভূমিকার প্রশংসা DGMO-র

চামেলি দাস
- আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
- / 107
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের সাংবাদিক বৈঠক ভারতীয় সেনার। আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই বলে জানায় ভারতীয় সেনা। স্বয়ংক্রিয় পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। পাক বিমানের হামলা রুখে দিয়েছে বায়ু সেনা। সে কথা জানান এয়ার মার্শাল এ কে ভারতী। পাক জঙ্গিদের প্রতিহত করতে বিএসএফের ভূমিকা প্রশংসনীয় বলে জানান ডিজিএমও।