পাক হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারাই করে দিল সেনাবাহিনী

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 128
পুবের কলম, ওয়েবডেস্ক: ৭ মে চালানো হয় অপারেশন সিঁদুর। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর পাল্টা ভারতের ধর্মীয়স্থান ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। নিয়ন্ত্রণরেখায় শুরু হয় ভারী গোলাগুলি। পাকিস্তানের হামলার চেয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইবকোট গ্রামের ওই মসজিদ। মসজিদের ছাদ, বিশেষ করে ছাদে লাগানো লোহার শিট, সৌর বিদ্যুৎ উৎপাদনকারী সোলার প্লেট, মসজিদের ভিতরে প্রার্থনাস্থল। ওই এলাকার একমাত্র উপাসনাস্থল এই মসজিদ ধ্বংস হওয়ায় সমস্যায় পড়েন এলাকাবাসী। গোটা বিষয়টিতে উদ্যোগী হয় সেনাবাহিনী। সাহায্যের আশ্বাস দেওয়া হয়। সেইমতো ওই মসজিদ সারাই করে তা এলাকাবাসীর ব্যবহারের উপযোগী করে তোলে সেনা।
সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। ইবকোটের বাসিন্দারা জানান, অপারেশন সিঁদুরের পর পাক সেনার হামলা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল সেনা। এরপর দুই দেশের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকার একমাত্র মসজিদ ব্যবহারের উপযোগী করতে সেনা যা করল তার জন্য গোটা গ্রাম সেনাকে ধন্যবাদ জানিয়েছে।