ইউক্রেনে থাকা ভারতীয়দের বিকল্প পথে ফেরাতে তৎপর কেন্দ্র, আটকে প্রায় ২০ হাজার পড়ুয়া
- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 76
পুবের কলম, ওয়েবডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পরেই শুরু হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। হামলা শুরু হতেই তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। ফলে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছে। প্রায় ২০ হাজার ভারতীয় এখনও রয়ে গিয়েছেন ইউক্রেনে। তাঁদের একটা বড় অংশই পড়ুয়া। এই পরিস্থিতিতে এতজনকে ফেরানোটা বেশ চ্যালেঞ্জের। আতঙ্কে রয়েছে আটকে থাকা ভারতীয়দের পরিবার।
ইতিমধ্যেই কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক প্রধামন্ত্রীকে নরেন্দ্র মোদিকে চিঠিকে রাজ্যের বাসিন্দাদের ফেরত পাঠানোর আবেদন জানিয়েছে। এই পরিস্থিতিতে তোড়জোর শুরু করেছে কেন্দ্র সরকার। বিকল্প পথে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশপথ যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, তাই সে দেশের সীমান্ত সংলগ্ন দেশগুলির আকাশপথ ব্যবহার করা হতে পারে। ইতিমধ্যেই হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়ায় প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা যেন ওই সব দেশের সীমান্তে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করেন।
বৃহস্পতিবার ইউক্রেনের আকাশপথ বন্ধ হওয়ার ঠিক আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইউক্রেনে নামার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিমান আর নামতে পারেনি কিয়েভে।



















































