২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’  বলেও জামিন পেলেন না অর্পিতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার
  • / 38

ফাইল চিত্র

পারিজাত মোল্লা:  চলতি সপ্তাহে কলকাতার এক নিম্ন আদালতে জেল হেফাজতে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষে এক নামজাদা আইনজীবী দাবি করেছিলেন, ‘ নিয়োগ দুর্নীতি মামলায় মাস্টারমাইন্ড হলেন পার্থ চট্টোপাধ্যায়, এতে তার কোনও ভূমিকা নেই’। এইসব দাবি করে জামিনের আর্জিও জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালতে সেই আর্জিতে সবুজ সঙ্কেত দিল না। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। অর্থাৎ অর্পিতাকে আপাতত সেই জেলেই থাকতে হবে।

গ্রেফতার হওয়ার প্রায় ৯ মাস পর গত সোমবার সশরীরে আদালতে হাজিরা দিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। নিজেকে নির্দোষ বলে আবার দাবি করে নিয়োগ দুর্নীতির যাবতীয় অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই নিশানা করেন তিনি।বুধবার  তাঁর মামলার শুনানিতে জামিনের আবেদনে কোনও পাত্তাই দেয়নি আদালত।

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

প্রথম থেকে ইডি যেমন তাঁর জামিনের বিরোধিতা করে এসেছে, এবারেও তাই করেছে তারা। এদিকে আদালতের পর্যবেক্ষণ,  ‘প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন অর্পিতা। শুধুমাত্র একজন মহিলা বলে তিনি ছাড় পেতে পারেন না’। আগামী ১৯ জুন ফের আদালতে পেশ করা হবে তাঁকে। ততদিন জেলেই থাকছেন তিনি বলে জানা গেছে। গত সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা অবশ্য জানিয়েছিলেন, -‘ তাঁর বাড়ি থেকে টাকা, গয়না উদ্ধার হয়েছে ঠিকই কিন্তু তিনি পরিস্থিতির স্বীকার’।

আরও পড়ুন: ‘আমি নিয়োগ কর্তা নই’,  আলিপুর আদালতে  পার্থ চট্টোপাধ্যায় 

যদিও ইডির দাবি, -‘ অর্পিতা পার্থের ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজের দায় অস্বীকার করতে পারেন না। গোটা ঘটনায় তিনি সমান ভাবে দায়ী’। অর্পিতা যে সব সংস্থার সঙ্গে জড়িত, তাদের কর্মীদের সঙ্গে কথা বলার পরই এই দাবি করেছে ইডি। আগামী ১৯ জুন পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায় এর জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: স্নান করিয়ে দিতে হবে, জেলে আজব বায়না পার্থর, বেজায় বিপাকে কারা কর্তৃপক্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’  বলেও জামিন পেলেন না অর্পিতা

আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার

পারিজাত মোল্লা:  চলতি সপ্তাহে কলকাতার এক নিম্ন আদালতে জেল হেফাজতে থাকা অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষে এক নামজাদা আইনজীবী দাবি করেছিলেন, ‘ নিয়োগ দুর্নীতি মামলায় মাস্টারমাইন্ড হলেন পার্থ চট্টোপাধ্যায়, এতে তার কোনও ভূমিকা নেই’। এইসব দাবি করে জামিনের আর্জিও জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালতে সেই আর্জিতে সবুজ সঙ্কেত দিল না। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। অর্থাৎ অর্পিতাকে আপাতত সেই জেলেই থাকতে হবে।

গ্রেফতার হওয়ার প্রায় ৯ মাস পর গত সোমবার সশরীরে আদালতে হাজিরা দিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। নিজেকে নির্দোষ বলে আবার দাবি করে নিয়োগ দুর্নীতির যাবতীয় অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই নিশানা করেন তিনি।বুধবার  তাঁর মামলার শুনানিতে জামিনের আবেদনে কোনও পাত্তাই দেয়নি আদালত।

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

প্রথম থেকে ইডি যেমন তাঁর জামিনের বিরোধিতা করে এসেছে, এবারেও তাই করেছে তারা। এদিকে আদালতের পর্যবেক্ষণ,  ‘প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন অর্পিতা। শুধুমাত্র একজন মহিলা বলে তিনি ছাড় পেতে পারেন না’। আগামী ১৯ জুন ফের আদালতে পেশ করা হবে তাঁকে। ততদিন জেলেই থাকছেন তিনি বলে জানা গেছে। গত সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা অবশ্য জানিয়েছিলেন, -‘ তাঁর বাড়ি থেকে টাকা, গয়না উদ্ধার হয়েছে ঠিকই কিন্তু তিনি পরিস্থিতির স্বীকার’।

আরও পড়ুন: ‘আমি নিয়োগ কর্তা নই’,  আলিপুর আদালতে  পার্থ চট্টোপাধ্যায় 

যদিও ইডির দাবি, -‘ অর্পিতা পার্থের ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজের দায় অস্বীকার করতে পারেন না। গোটা ঘটনায় তিনি সমান ভাবে দায়ী’। অর্পিতা যে সব সংস্থার সঙ্গে জড়িত, তাদের কর্মীদের সঙ্গে কথা বলার পরই এই দাবি করেছে ইডি। আগামী ১৯ জুন পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায় এর জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: স্নান করিয়ে দিতে হবে, জেলে আজব বায়না পার্থর, বেজায় বিপাকে কারা কর্তৃপক্ষ