১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
গ্রেফতার দুই জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
- / 42
পুবের কলম, ওয়েবডেস্ক: দুই জঙ্গিকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে সন্ত্রাসী কার্যকলাপের খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি এলাকায় হানা দেয় পুলিশ। সেখানেই সক্রিয় ছিল লস্কর–ই–তৈয়বা’র একটি গ্রুপ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার পুলিশ জানিয়েছে, ধৃতরা সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছিল। ধৃতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি পিস্তল ও পাঁচটি বোমাসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ইউএ (পি) এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানান এক পুলিশ আধিকারিক।
Tag :
arrest of two terrorists Baramulla district Jammu and Kashmir's Lashkar-e-Taiba LET recovery of arms terror module