যত কাণ্ড যোগী রাজ্যেঃ নিম্নবর্ণের এক পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা

- আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্কঃ যোগী রাজ্যে একই একই পরিবারের চারজনকে নির্মম ভাবে হত্যা করা হল। এদের মধ্যে আছে এক ষোল বছরের কিশোরী, এবং দশ বছরের এক বালক। নিহত কিশোরীকে হত্যার আগে খুব সম্ভবত গণ ধর্ষণও করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
অভিযোগের আঙুল প্রতিবেশী পরিবারের দিকে। নিম্নবর্ণের ওই পরিবারটিকে প্রায়ই উচ্চবর্ণের ওই পরিবারটির হাতে হেনস্থা হতে হত। এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি।
ইতিমধ্যেই খুন ও গণধর্ষণের মামলা রুজু করে ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কিশোরীর মৃতদেহ পাওয়া গিয়েছে ঘরে। বাকিদের মৃতদেহ বাড়ির বাইরে উঠোনে পড়ে ছিল বলে জানা গিয়েছে।
ধারাল অস্ত্রের সাহায্যে পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রের খবর চারজনের শরীরেই গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে।
যোগীরাজ্যে এর আগেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাথরাস, খুব সম্প্রতি লখিমপুরের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা বারবার সমালোচিত হয়েছে।
প্র্য়াগরাজের এই ঘটনাতেও তার কোন পরিবর্তন হয়নি। নিহতদের পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
লখিমপুর কান্ডের রেশ মিলনোর ফের প্রকাশ্যে এল প্রয়াগরাজের এই ঘটনা।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বিরোধীরা। সূত্রের খবর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি দেখা করতে যেতে পারেন নিহতদের আত্মীয়দের সঙ্গে।