১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার খোঁজে আইপিএস থেকে পদত্যাগ আনন্দের

সামিমা এহসানা
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক: আইপিএস, আইএএস হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেয় ভারতের বহু ছেলেমেয়ে। সফল না হতে পেরে অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু আইপিএস হওয়ার সাফল্যই যে জীবনের শেষ কথা নয়, তা বুঝিয়ে দিলেন দেশের গুরুত্বপূর্ণ এক আইপিএস অফিসার। আনন্দ মিশ্রা অনেকগুলি গুরুত্বপূর্ণ অপারেশন এর সঙ্গে যুক্ত ছিলেন। মণিপুরের অশান্তির জন্য গঠিত সিট এর ও অংশ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। কিন্তু আনন্দের কাছে এই সব জনপ্রিয়তা আর সাফল্যের থেকে বেশি দামি তার স্বাধীনতা। সেই স্বাধীনতার খোঁজে পদত্যাগ করে দিলেন আইপিএস পদ থেকে।

পদত্যাগ পত্রে আনন্দ মিশ্রা লেখেন, স্বাধীনতার সন্ধানে আমি পদত্যাগ করছি। আইপিএস এর বন্ধনের বাইরে গিয়ে সামাজিক পরিষেবা ও অন্যান্য উপায়ের মাধ্যমে স্বাধীনতার খোঁজ করতে চায়। যে স্বপ্নের পিছনে দৌড়াতে ব্যস্ত গোটা দেশের যুব সমাজ, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার পর কিভাবে তা ছেড়ে দিলেন আনন্দ, তা ভাবাচ্ছে অনেককেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতার খোঁজে আইপিএস থেকে পদত্যাগ আনন্দের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আইপিএস, আইএএস হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেয় ভারতের বহু ছেলেমেয়ে। সফল না হতে পেরে অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু আইপিএস হওয়ার সাফল্যই যে জীবনের শেষ কথা নয়, তা বুঝিয়ে দিলেন দেশের গুরুত্বপূর্ণ এক আইপিএস অফিসার। আনন্দ মিশ্রা অনেকগুলি গুরুত্বপূর্ণ অপারেশন এর সঙ্গে যুক্ত ছিলেন। মণিপুরের অশান্তির জন্য গঠিত সিট এর ও অংশ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। কিন্তু আনন্দের কাছে এই সব জনপ্রিয়তা আর সাফল্যের থেকে বেশি দামি তার স্বাধীনতা। সেই স্বাধীনতার খোঁজে পদত্যাগ করে দিলেন আইপিএস পদ থেকে।

পদত্যাগ পত্রে আনন্দ মিশ্রা লেখেন, স্বাধীনতার সন্ধানে আমি পদত্যাগ করছি। আইপিএস এর বন্ধনের বাইরে গিয়ে সামাজিক পরিষেবা ও অন্যান্য উপায়ের মাধ্যমে স্বাধীনতার খোঁজ করতে চায়। যে স্বপ্নের পিছনে দৌড়াতে ব্যস্ত গোটা দেশের যুব সমাজ, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার পর কিভাবে তা ছেড়ে দিলেন আনন্দ, তা ভাবাচ্ছে অনেককেই।