প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 448
পুবের কলম, ওয়েবডেস্ক: বিনোদন জগৎ-এ ফের দুঃসংবাদ। প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্তম্ভিত ভক্ত থেকে পরিচিতরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২।
জুবিন গার্গ ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা। শুধু অসম নয়, বাংলা এবং হিন্দি সিনেমাতেও তাঁর গাওয়া বহু গান জনপ্রিয় হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখলেও চিকিৎসকেরা তাঁকে আর বাঁচাতে পারেননি।
নর্থ-ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন অসমের জনপ্রিয় গায়ক জুবিন। আজকের অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল। তার আগেই সব শেষ।
জুবিন গার্গ শুধু গায়ক নন, ছিলেন সুরকার, অভিনেতা ও উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক মুখপাত্র। দেশজুড়ে তাঁর ভক্ত ও সহশিল্পীরা শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে শ্রদ্ধা ও সমবেদনায়।
জনপ্ৰিয় কণ্ঠশিল্পী জুবিন গাৰ্গৰ আকস্মিক মৃত্যুত স্তম্ভিত হৈ পৰিছো। সংগীতৰ ক্ষেত্ৰখনলৈ আগবঢ়োৱা চহকী অৱদানৰ বাবে তেওঁ স্মৰণীয় হৈ থাকিব। তেওঁৰ গীত সকলো শ্ৰেণীৰ মানুহৰ মাজত অতি জনপ্ৰিয় আছিল। তেওঁৰ পৰিয়াল আৰু অনুৰাগীলৈ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছো। ঔম শান্তি।
— Narendra Modi (@narendramodi) September 19, 2025