পহেলগাঁও হামলায় নিহতদের শোকজ্ঞাপনে শুরু বিধানসভার বাদল অধিবেশন

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 68
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি শোকজ্ঞাপন দিয়ে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হল। এ দিন প্রথা মতো বিধানসভার গত অধিবেশনের পরে প্রয়াত বিশিষ্টদের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করা হয়। এদের মধ্যে ছিলেন আবদুর রেজ্জাক মোল্লা, তাপস সাহা, নেপালদেব ভট্টাচার্য, চলচ্চিত্র তারকার দিলীপ কুমার প্রমুখ। পহেলগাঁওতে নিহত পর্যটকদের উদ্দেশে শোকবার্তা পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এক মিনিট নীরবতা পালনের পরে এ দিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার।
বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর’-এর সফল অভিযানের জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে। এই প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার বেলা ১ টা থেকে বিধানসভায় দু’ঘণ্টার আলোচনার সূচি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের আলোচনায় অংশগ্রহণকারী হিসেবে শুভেন্দু অধিকারীও থাকবেন বলে জানা গিয়েছে।
এবারের অধিবেশন যে প্রথম থেকে উত্তপ্ত হয়ে উঠবে তার আভাস পাওয়া গেল সোমবারই। এ দিন মুর্শিদাবাদের জাফরাবাদে সাম্প্রদায়িক অশান্তিতে নিহত একই পরিবারের সদস্য বাবা ও ছেলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর ঘটনায় কেন শোকজ্ঞাপন করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। বিধানসভার বাইরে তাঁরা দাস পরিবারের এই দুই সদস্যের উদ্দেশে শোকজ্ঞাপন করেন। বিজেপির চিফ হুইপ শংকর ঘোষ বলেন, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবাদকে ঘিরেই দাস পরিবারের এই দুই সদস্যকে অপহরণ করে হত্যা করা হয়। বিধানসভায় শোকপ্রস্তাবে এদেরও নাম থাকা উচিত ছিল।