১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
করোনা-ইউনিট পুনরায় অ্যাকটিভের পরামর্শ স্বাস্থ্য অধিকর্তার

ভোটার তালিকায় কারচুপি! কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার সাসপেন্ড

চামেলি দাস
  • আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
  • / 87

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাইকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযোগ, তিনি অবৈধভাবে ইআরও-র নির্দিষ্ট লগইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার কাজ করেছেন। বিষয়টি প্রথমে নজরে আসে বিরোধী রাজনৈতিক দলগুলির। তাদের তরফে একাধিকবার অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে জেলা প্রশাসন। তদন্তে নামার পর জেলাশাসকও অভিযোগের সত্যতা খুঁজে পান।

অভিযুক্ত কর্মী নিজের মোবাইল নম্বর ব্যবহার করে জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্টেও অনৈতিকভাবে ঢুকেছিলেন বলে তদন্তে জানা যায়। একাধিক ভুয়ো ফর্ম ও তথ্য বিকৃতি ঘটানোর প্রমাণ পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই কাজের মাধ্যমে বেশ কিছু ভিন রাজ্যের নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। জানা গিয়েছে, এর আগেও অরুণ গোরাইয়ের বিরুদ্ধে নানা বেনিয়মের অভিযোগ উঠেছিল, তবে এবার তাঁকে সাসপেন্ড করা হল।

আরও পড়ুন: শুধু সরকারি কর্মীরাই ভোটার লিস্ট তৈরি করবেন, বাদ ১১১ বিএলও

নির্বাচন কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এমন অসৎ আধিকারিক অনেক রয়েছেন, সকলকে চিহ্নিত করতেই হবে। উল্লেখযোগ্য, তৃণমূল কংগ্রেসই প্রথম ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ ঢোকানোর অভিযোগ তোলে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকী তৃণমূল সাংসদরাও সংসদে এই বিষয়ে সরব হন। একাধিকবার আলোচনার প্রস্তাব খারিজ হওয়ায় তাঁরা প্রতিবাদ জানান। কমিশনের তরফে আশ্বাস, আগামী ছ’মাসে সংশোধন হবে তালিকা। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুন: দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল

আরও পড়ুন: মালদায় খোঁজ মিলল ভুতুড়ে ভোটারের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা-ইউনিট পুনরায় অ্যাকটিভের পরামর্শ স্বাস্থ্য অধিকর্তার

ভোটার তালিকায় কারচুপি! কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার সাসপেন্ড

আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাইকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযোগ, তিনি অবৈধভাবে ইআরও-র নির্দিষ্ট লগইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার কাজ করেছেন। বিষয়টি প্রথমে নজরে আসে বিরোধী রাজনৈতিক দলগুলির। তাদের তরফে একাধিকবার অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে জেলা প্রশাসন। তদন্তে নামার পর জেলাশাসকও অভিযোগের সত্যতা খুঁজে পান।

অভিযুক্ত কর্মী নিজের মোবাইল নম্বর ব্যবহার করে জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্টেও অনৈতিকভাবে ঢুকেছিলেন বলে তদন্তে জানা যায়। একাধিক ভুয়ো ফর্ম ও তথ্য বিকৃতি ঘটানোর প্রমাণ পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই কাজের মাধ্যমে বেশ কিছু ভিন রাজ্যের নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। জানা গিয়েছে, এর আগেও অরুণ গোরাইয়ের বিরুদ্ধে নানা বেনিয়মের অভিযোগ উঠেছিল, তবে এবার তাঁকে সাসপেন্ড করা হল।

আরও পড়ুন: শুধু সরকারি কর্মীরাই ভোটার লিস্ট তৈরি করবেন, বাদ ১১১ বিএলও

নির্বাচন কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এমন অসৎ আধিকারিক অনেক রয়েছেন, সকলকে চিহ্নিত করতেই হবে। উল্লেখযোগ্য, তৃণমূল কংগ্রেসই প্রথম ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ ঢোকানোর অভিযোগ তোলে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকী তৃণমূল সাংসদরাও সংসদে এই বিষয়ে সরব হন। একাধিকবার আলোচনার প্রস্তাব খারিজ হওয়ায় তাঁরা প্রতিবাদ জানান। কমিশনের তরফে আশ্বাস, আগামী ছ’মাসে সংশোধন হবে তালিকা। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুন: দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে: সংসদে সরব রাহুল

আরও পড়ুন: মালদায় খোঁজ মিলল ভুতুড়ে ভোটারের