হাওড়া ব্রিজের উপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে ১০ যাত্রী

- আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 43
পুবের কলম প্রতিবেদক: অফিস টাইমে হাওড়া ব্রিজের উপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত চালক সহ কমপক্ষে ১০ জন যাত্রী। ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা দাবি যাত্রীদের।
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হাওড়া ব্রিজে। বৃহস্পতিবার অফিস টাইমে সকাল ৯-৩০ মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় জখম হন। রেষারেষি করতে গিয়েই ঘটনাটি ঘটে বলে যাত্রীদের অভিযোগ। বাসের মধ্যেই আটকে ছিলেন চালক। বাসের গেট ভেঙে চালককে উদ্ধার করা হয়। আহত বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা হয়।
শিয়ালদহ থেকে হাওড়া আসছিল বাসটি। অন্যদিকে, আরেকটি বাস হাওড়ার বকুলতলা থেকে ধর্মতলা যাচ্ছিল। কলকাতার দিকে ব্রিজের ৬ নং পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের তৎপরতায় চালককে দ্রুত উদ্ধার করে প্রাণে বাঁচানো সম্ভব হয়।