কাজ চলাকালীন ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অন্তত ৬ শ্রমিক
ইমামা খাতুন
- আপডেট :
২৯ মে ২০২৩, সোমবার
- / 8
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনা রেলে। ওভারহেড তারে কাজ করতে গিয়ে তড়িদাহিত হয়ে মৃত্যু হল ছয়জনের। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মধ্য রেলওয়ের ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেলওয়ে ক্রসিংয়ে। জানা গিয়েছে নিচিতপুর রেলগেটের কাছে সোমবার সকাল থেকেই কাজ চলছিল হাইভোলেটেজ তারে। ২৫ হাজার ভোল্টের তারের কাজ চলছিল। কাজের সময়েই ঘটে বিপত্তি।
হাই ভোল্টেজ বিদ্যুতের তার সংস্পর্শে আসায় ৬ কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মী। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম-সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরা। কাজ চলাকালীন কীভাবে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ এল, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরএম। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তির শিকার রেলযাত্রীরা।
জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। দাঁড়িয়ে গিয়েছে হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন।বন্ধ হয়ে গিয়েছে স্থানীয় স্টেশনগুলির লোকাল ট্রেনগুলিও। হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমো স্টেশনের মাঝামাঝি এই নিচিতপুর গেট। সেখানেই ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে এদিন সকাল থেকে কাজ চলছিল।