পুবের কলম ওয়েবডেস্কঃ হাসপাতালের শিশুবিভাগে আগুন লেগে মৃত্যু হল চার শিশুর। মধ্যপ্রদেশে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা । সোমবার রাতের ভোপালের কমলা নেহরু হাসপাতালের পেড্রিয়াটিক ইনটেনসিভ কেয়ার বা পিআইসিইউবিভাগে আগুন লাগে। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবার পরিজন
মধ্যপ্রদেশের কমলা নেহেরু শিশু হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে চার শিশুর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই চার শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে শিশুদের মৃত্যুতে শোকপ্রকাশের পাশাপাশি তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
সোমবার রাতের দিকে ভোপালের হাসপাতালের তৃতীয় তলের শিশু বিভাগে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ১২ টি ইঞ্জিন।
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সেইসময় ওই বিভাগে কমপক্ষে ১৫০ শিশু ভরতি ছিল। তাদের দ্রুত অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। স্থানান্তর করার ফলে কয়েকটি শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়।



















