১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিস কনসার্টে তারস্বরে মিউজিকের সঙ্গে চলছে গান, উদ্দামতার মধ্যেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিশু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মে ২০২৪, বুধবার
  • / 143

পুবের কলম, ওয়েবডেস্ক: উদ্দাম মাদকতায় বুঁদ হয়ে আছে দর্শকরা। মঞ্চে তখন চলছে তারস্বরে মিউজিকের সঙ্গে গান। গায়িকাকে আরও উৎসাহ দিতে সেই গানের সুরের সঙ্গে অঙ্গ দোলাচ্ছে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা একদল উৎসাহিত মানুষ। কিন্তু সেই উদ্দামতার মধ্যেই যেন একটা অন্যরকম দৃশ্য। দর্শকদের মাঝেই এক ব্যক্তির পায়ের কাছে শুয়ে আছে এক ছোট্ট শিশু। তার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। সেই ব্যক্তিও সঙ্গীতের মূর্চ্ছনায় আবেগে ভাসছেন। পায়ের তাল দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর এক অদ্ভূত মাদকায় আচ্ছন্ন। তার ভ্রুক্ষেপ নেই সামনে শুয়ে থাকা শিশুটির দিকে।

টেলর সুইফটের সাম্প্রতিক প্যারিস কনসার্টে একটি শিশুকে এইভাবেই মেঝেতে গড়াগড়ি খেতে দেখা গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অবশ্য ওই শিশুটির অভিভাবক কিনা তা জানা যায়নি। তবে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

গত শুক্রবার ১০ মে এক এক্স মিডিয়া ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করে, শিশুটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপর এক নেটিজেন লিখেছেন, ‘এই ধরনের একটি কনসার্টে শিশুকে নিয়ে আসার কথা ভাবলেন কিভাবে। আপনার জেলে যাওয়া উচিত। আপনার সাধারণ জ্ঞানের পরিধি দেখে অবাক হচ্ছি। কনসার্ট কি শিশুকে ঘুম পাড়ানোর জায়গা?’

প্যারিসের কনসার্ট ভেন্যুর একজন প্রতিনিধি ঘটনাটির উল্লেখ করে পেজ সিক্সকে বলেছেন: “মেঝেতে একটি ছোট শিশুর সঙ্গে দর্শকদের জন্য, একটি বিকল্প বসার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছিল কিন্তু টিকিটধারীরা তা প্রত্যাখ্যান করেছিলেন।’

সুইডেনে পরবর্তী কনসার্টটি হবে ১৭ মে। লা ডিফেন্স এরিনা ওয়েবসাইটটি জানিয়েছে, কনসার্টে তাড়স্বরে আওয়াজের কারণে ৪ বছরের কম বয়সী শিশুদের আনা নিষেধ।
প্রসঙ্গত, বর্তমান সময়ে এক অদ্ভূত দুনিয়ায় নিজেদের বন্দী করছে মানুষ। পশ্চিমা দেশেগুলি তো বটেই, সেই সমস্ত দেশের আধুনিকতা, ভাবাদর্শের প্রভাব পড়ছে অন্যান্য দেশগুলিতেও। সম্পর্কের গুরুত্ব যেন যেন আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে মানুষের জীবন থেকে। উদ্দামতা, লেট নাইট পার্টি, সারাদিন সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা, মদ্যপান এই সমস্ত কিছুই এখন ‘ ‘ঐতিহ্য’ বলে গণ্য হচ্ছে। সেই আধুনিকতারই একটি ঝলকই দেখা গেল এই মিউজিক কনসার্টে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্যারিস কনসার্টে তারস্বরে মিউজিকের সঙ্গে চলছে গান, উদ্দামতার মধ্যেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিশু

আপডেট : ১৫ মে ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উদ্দাম মাদকতায় বুঁদ হয়ে আছে দর্শকরা। মঞ্চে তখন চলছে তারস্বরে মিউজিকের সঙ্গে গান। গায়িকাকে আরও উৎসাহ দিতে সেই গানের সুরের সঙ্গে অঙ্গ দোলাচ্ছে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা একদল উৎসাহিত মানুষ। কিন্তু সেই উদ্দামতার মধ্যেই যেন একটা অন্যরকম দৃশ্য। দর্শকদের মাঝেই এক ব্যক্তির পায়ের কাছে শুয়ে আছে এক ছোট্ট শিশু। তার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। সেই ব্যক্তিও সঙ্গীতের মূর্চ্ছনায় আবেগে ভাসছেন। পায়ের তাল দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর এক অদ্ভূত মাদকায় আচ্ছন্ন। তার ভ্রুক্ষেপ নেই সামনে শুয়ে থাকা শিশুটির দিকে।

টেলর সুইফটের সাম্প্রতিক প্যারিস কনসার্টে একটি শিশুকে এইভাবেই মেঝেতে গড়াগড়ি খেতে দেখা গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অবশ্য ওই শিশুটির অভিভাবক কিনা তা জানা যায়নি। তবে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

গত শুক্রবার ১০ মে এক এক্স মিডিয়া ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করে, শিশুটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপর এক নেটিজেন লিখেছেন, ‘এই ধরনের একটি কনসার্টে শিশুকে নিয়ে আসার কথা ভাবলেন কিভাবে। আপনার জেলে যাওয়া উচিত। আপনার সাধারণ জ্ঞানের পরিধি দেখে অবাক হচ্ছি। কনসার্ট কি শিশুকে ঘুম পাড়ানোর জায়গা?’

প্যারিসের কনসার্ট ভেন্যুর একজন প্রতিনিধি ঘটনাটির উল্লেখ করে পেজ সিক্সকে বলেছেন: “মেঝেতে একটি ছোট শিশুর সঙ্গে দর্শকদের জন্য, একটি বিকল্প বসার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছিল কিন্তু টিকিটধারীরা তা প্রত্যাখ্যান করেছিলেন।’

সুইডেনে পরবর্তী কনসার্টটি হবে ১৭ মে। লা ডিফেন্স এরিনা ওয়েবসাইটটি জানিয়েছে, কনসার্টে তাড়স্বরে আওয়াজের কারণে ৪ বছরের কম বয়সী শিশুদের আনা নিষেধ।
প্রসঙ্গত, বর্তমান সময়ে এক অদ্ভূত দুনিয়ায় নিজেদের বন্দী করছে মানুষ। পশ্চিমা দেশেগুলি তো বটেই, সেই সমস্ত দেশের আধুনিকতা, ভাবাদর্শের প্রভাব পড়ছে অন্যান্য দেশগুলিতেও। সম্পর্কের গুরুত্ব যেন যেন আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে মানুষের জীবন থেকে। উদ্দামতা, লেট নাইট পার্টি, সারাদিন সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা, মদ্যপান এই সমস্ত কিছুই এখন ‘ ‘ঐতিহ্য’ বলে গণ্য হচ্ছে। সেই আধুনিকতারই একটি ঝলকই দেখা গেল এই মিউজিক কনসার্টে।