০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এটিএম আজহার মুক্তি পাচ্ছেন

চামেলি দাস
  • আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
  • / 184

পুবের কলম ওয়েব ডেস্ক: একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামির নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে খালাস পেলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণা করে তাঁকে সব অভিযোগ থেকে মুক্ত করে দেয়। আইনজীবীরা জানিয়েছেন, তিনি বুধবার সকালে কারাগার থেকে মুক্তি পাবেন।

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা-বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে মৃত্যু ১ বাংলাদেশির, আহত ১

জানা যায়, বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে। আজ থেকে তিনি একজন নির্দোষ ব্যক্তি।’

২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছিলেন আজহারুল ইসলাম। সেই থেকে তিনি কারাবন্দি। এই রায়ের পর তাঁর আইনজীবীরা বলছেন, এতদিন ধরে যে ‘সিন্ডিকেটেড ইনজাস্টিস’ চলছিল, তার শেষ হল আজ। এই মামলার রায় বাংলাদেশে যুদ্ধপরাধ বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে যখন জামায়াত ও বিএনপির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দণ্ড কার্যকর হয়েছে এবং কেউ কেউ কারাগারেই মৃত্যুবরণ করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এটিএম আজহার মুক্তি পাচ্ছেন

আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামির নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে খালাস পেলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণা করে তাঁকে সব অভিযোগ থেকে মুক্ত করে দেয়। আইনজীবীরা জানিয়েছেন, তিনি বুধবার সকালে কারাগার থেকে মুক্তি পাবেন।

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা-বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে মৃত্যু ১ বাংলাদেশির, আহত ১

জানা যায়, বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে। আজ থেকে তিনি একজন নির্দোষ ব্যক্তি।’

২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছিলেন আজহারুল ইসলাম। সেই থেকে তিনি কারাবন্দি। এই রায়ের পর তাঁর আইনজীবীরা বলছেন, এতদিন ধরে যে ‘সিন্ডিকেটেড ইনজাস্টিস’ চলছিল, তার শেষ হল আজ। এই মামলার রায় বাংলাদেশে যুদ্ধপরাধ বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে যখন জামায়াত ও বিএনপির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দণ্ড কার্যকর হয়েছে এবং কেউ কেউ কারাগারেই মৃত্যুবরণ করেছেন।