০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওমান উপকূলে ইজরায়েলি জাহাজে হামলা, নিহত দুই ক্রু

সুস্মিতা
  • আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার
  • / 65

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতমহাসাগরে ওমান উপকূলে একটি ইজরায়েলি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নিহত হয়েছেন দুজন ক্রু। এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থস সূত্রে। এদের মধ্যে একজন ব্রিটিশ ও অন্যজন রোমানিয়ান।
হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে বলে দাবি কর হয়েছে। । তবে কোম্পানিটি জানিয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে , বৃহস্পতিবার গভীররাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব ৩০০ কিলোমিটার।
ইজরায়েলের সংবাদসংস্থা জানাচ্ছে, ব্রিটেনের জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইজরায়েলের ধনকুবের আইয়াল অফের।
জোদিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল। তবে মেরিন ট্রাফিক ডট কম’র স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ অধিকর্তারা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমান উপকূলে ইজরায়েলি জাহাজে হামলা, নিহত দুই ক্রু

আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতমহাসাগরে ওমান উপকূলে একটি ইজরায়েলি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নিহত হয়েছেন দুজন ক্রু। এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থস সূত্রে। এদের মধ্যে একজন ব্রিটিশ ও অন্যজন রোমানিয়ান।
হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে বলে দাবি কর হয়েছে। । তবে কোম্পানিটি জানিয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে , বৃহস্পতিবার গভীররাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব ৩০০ কিলোমিটার।
ইজরায়েলের সংবাদসংস্থা জানাচ্ছে, ব্রিটেনের জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইজরায়েলের ধনকুবের আইয়াল অফের।
জোদিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল। তবে মেরিন ট্রাফিক ডট কম’র স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ অধিকর্তারা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল।