৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হরিয়ানায় গরু চোর সন্দেহে আক্রমণ, হিন্দু যুবকের সাহায্যে প্রাণ বাঁচল ২ মুসলিম যুবকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 59

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক মুসলিম যুবকদের হেনস্থা ও গণপিটুনির কারণে মর্মান্তিক মৃত্যুর ঘটনা অহরাত্র ঘটে চলেছে। বিহারের পর এবার ফের হরিয়ানায় দুই মুসলিম যুবককে হেনস্থার ঘটনা ঘটল। তবে এক হিন্দু যুবকের জন্য হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলেন দুই মুসলিম যুবক।

জানা গিয়েছে, সেলিম ও মুজাহিদ নামে দুই মুসলিম যুবক মানপুর গ্রামে গবাদি পশু কিনতে গিয়েছিলেন। পেশার তাগিদে তারা জমিদারদের কাছে গবাদি পশু বিক্রির কাজ করে থাকেন। গরু কেনার সময়ই হঠাৎ করেই কয়েকজন ‘গরু চোর’, ‘গরু চোর’ বলে চিৎকার করতে থাকে। এর পরেই সেলিম ও মুজাহিদের পাশে হাতে কাটারি নিয়ে বেশ কয়েকজন জড়ো হয়ে যায়। মুজাহিদ তার বাইকে চেপে পালাতে যান, কিন্তু তার ওপর তেড়ে আসে হামলাকারীরা। ভয়ে বাইক নিয়ে পড়ে যান মুজাহিদ। মুজাহিদ আরও জানান, তারা আমার মাথার দিক লক্ষ্য করে আক্রমণ চালাতে আসে, কিন্তু আমি সরে আসতেই তারা আমার পায়ে আঘাত করে। সেলিম জানান, উন্মত্ত জনতার মধ্যে একজন জোড়ে জোড়ে চিৎকার করে বলছিল, ওকে ঘরে নিয়ে এসে বিদ্যুতের শক দিতে।

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

সেলিম আরও জানান, হামলাকারীরা তার কাছ থেকে ঘড়ি ও ৫০ হাজার টাকা নগদ কেড়ে নিয়েছে। ওদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল হামলাকারীদের মধ্যে একজন গ্রামপঞ্চায়েতের ভাগ্নে।

আরও পড়ুন: হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তবে হামলাকারীদের হাত থেকে সেলিম ও মুজাহিদের প্রাণ বাঁচান এক হিন্দু যুবক। ওই যুবক হামলাকারীদের আটকান আর সেলিম আর মুজাহিদকে দৌড়ে পালাতে বলেন। পরে সেলিম মুন্ডকানি থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ভারতীয়দের আমেরিকায় পাঠানোর জের, ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

সম্প্রতি হরিয়ানার ভিওয়ানিতে জুনায়েদ এবং নাসির নামে দুই যুবককে গরু চোর সন্দেহে পুড়িয়ে মারার ঘটনার পর ফের এই রাজ্যে মুসলিম যুবকদের আক্রমণের ঘটনা সামনে এল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিয়ানায় গরু চোর সন্দেহে আক্রমণ, হিন্দু যুবকের সাহায্যে প্রাণ বাঁচল ২ মুসলিম যুবকের

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক মুসলিম যুবকদের হেনস্থা ও গণপিটুনির কারণে মর্মান্তিক মৃত্যুর ঘটনা অহরাত্র ঘটে চলেছে। বিহারের পর এবার ফের হরিয়ানায় দুই মুসলিম যুবককে হেনস্থার ঘটনা ঘটল। তবে এক হিন্দু যুবকের জন্য হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলেন দুই মুসলিম যুবক।

জানা গিয়েছে, সেলিম ও মুজাহিদ নামে দুই মুসলিম যুবক মানপুর গ্রামে গবাদি পশু কিনতে গিয়েছিলেন। পেশার তাগিদে তারা জমিদারদের কাছে গবাদি পশু বিক্রির কাজ করে থাকেন। গরু কেনার সময়ই হঠাৎ করেই কয়েকজন ‘গরু চোর’, ‘গরু চোর’ বলে চিৎকার করতে থাকে। এর পরেই সেলিম ও মুজাহিদের পাশে হাতে কাটারি নিয়ে বেশ কয়েকজন জড়ো হয়ে যায়। মুজাহিদ তার বাইকে চেপে পালাতে যান, কিন্তু তার ওপর তেড়ে আসে হামলাকারীরা। ভয়ে বাইক নিয়ে পড়ে যান মুজাহিদ। মুজাহিদ আরও জানান, তারা আমার মাথার দিক লক্ষ্য করে আক্রমণ চালাতে আসে, কিন্তু আমি সরে আসতেই তারা আমার পায়ে আঘাত করে। সেলিম জানান, উন্মত্ত জনতার মধ্যে একজন জোড়ে জোড়ে চিৎকার করে বলছিল, ওকে ঘরে নিয়ে এসে বিদ্যুতের শক দিতে।

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

সেলিম আরও জানান, হামলাকারীরা তার কাছ থেকে ঘড়ি ও ৫০ হাজার টাকা নগদ কেড়ে নিয়েছে। ওদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল হামলাকারীদের মধ্যে একজন গ্রামপঞ্চায়েতের ভাগ্নে।

আরও পড়ুন: হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তবে হামলাকারীদের হাত থেকে সেলিম ও মুজাহিদের প্রাণ বাঁচান এক হিন্দু যুবক। ওই যুবক হামলাকারীদের আটকান আর সেলিম আর মুজাহিদকে দৌড়ে পালাতে বলেন। পরে সেলিম মুন্ডকানি থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ভারতীয়দের আমেরিকায় পাঠানোর জের, ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

সম্প্রতি হরিয়ানার ভিওয়ানিতে জুনায়েদ এবং নাসির নামে দুই যুবককে গরু চোর সন্দেহে পুড়িয়ে মারার ঘটনার পর ফের এই রাজ্যে মুসলিম যুবকদের আক্রমণের ঘটনা সামনে এল।