২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩১ আগস্ট ‘রেড লাইন’, সেনা প্রত্যাহার নিয়ে হুঁশিয়ারি তালিবানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দিষ্ট সময়সীমা ৩১ আগস্টের পরও আফগানিস্তানে সেনা উপস্থিতি রাখার পক্ষে কথা বলেছেন। কিন্তু তাকে সতর্ক করেছে তালিবান। দলীয় মুখপাত্র সুহেল শাহিন বলেন– যদি মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্ব ঘটান বাইডেন– তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ নিয়ে কাতারের রাজধানী দোহা থেকে সাক্ষাৎকার দিয়েছেন শাহিন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা বা ডেডলাইন ঘনিয়ে আসছে। সামনে মাত্র কয়েকটি দিন বাকি। এ সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল অবস্থা। অসংখ্য মানুষ দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু তালিবান জানিয়েছে– ৩১ আগস্টকেই তারা ‘রেড লাইন’ হিসেবে দেখছে। শাহিন বলেছেন– ‘প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন– ৩১ আগস্টের মধ্যে তার সব সেনাকে প্রত্যাহার করে নেবেন। যদি তারা এই সময়সীমা বৃদ্ধি করেন– তার অর্থ হবে– তাদের দখলদারি বৃদ্ধি করা। এর কোনও প্রয়োজন নেই। যদি আমেরিকা ও ব্রিটেন উদ্ধার অভিযানের জন্য অতিরিক্ত সময় চায়– তাহলে তার উত্তর হবে না। অথবা এর জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে।’ বহু মানুষের আফগানিস্তান ত্যাগের হিড়িক নিয়ে শাহিন বলেন– ‘এটা হল অর্থনৈতিক অভিবাসন।’ অর্থাৎ– মানুষ আর্থিক কারণে অভিবাসী হওয়ার চেষ্টা করছে। তালিবানের বিরুদ্ধে পশ্চিমারা যে অপপ্রচার চালাচ্ছে– তা নিয়েও কথা বলেন শাহিন। তাঁর মতে– মহিলাদের হুমকি– স্কুলে শিক্ষা বন্ধ বা কাউকে অপহরণ করে মারা এসবই মিথ্যা খবর যার কোনও ভিত্তি নেই। সম্প্রতি তালিবান দেশব্যাপী সাধারণ ক্ষমা ঘোষণা করে পুরুষ ও নারীর অধিকার নিয়ে তাদের মতামত স্পষ্ট করেছে। জানিয়েছে– শরিয়াহ মেনে মহিলারাও পুরুষদের মতো কাজের অধিকার পাবেন। জানা গেছে– তালিবান বহু নারী শিক্ষিকা ও সাংবাদিককে কাজের সুযোগ করে দিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩১ আগস্ট ‘রেড লাইন’, সেনা প্রত্যাহার নিয়ে হুঁশিয়ারি তালিবানের

আপডেট : ২৪ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দিষ্ট সময়সীমা ৩১ আগস্টের পরও আফগানিস্তানে সেনা উপস্থিতি রাখার পক্ষে কথা বলেছেন। কিন্তু তাকে সতর্ক করেছে তালিবান। দলীয় মুখপাত্র সুহেল শাহিন বলেন– যদি মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্ব ঘটান বাইডেন– তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ নিয়ে কাতারের রাজধানী দোহা থেকে সাক্ষাৎকার দিয়েছেন শাহিন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা বা ডেডলাইন ঘনিয়ে আসছে। সামনে মাত্র কয়েকটি দিন বাকি। এ সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল অবস্থা। অসংখ্য মানুষ দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু তালিবান জানিয়েছে– ৩১ আগস্টকেই তারা ‘রেড লাইন’ হিসেবে দেখছে। শাহিন বলেছেন– ‘প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন– ৩১ আগস্টের মধ্যে তার সব সেনাকে প্রত্যাহার করে নেবেন। যদি তারা এই সময়সীমা বৃদ্ধি করেন– তার অর্থ হবে– তাদের দখলদারি বৃদ্ধি করা। এর কোনও প্রয়োজন নেই। যদি আমেরিকা ও ব্রিটেন উদ্ধার অভিযানের জন্য অতিরিক্ত সময় চায়– তাহলে তার উত্তর হবে না। অথবা এর জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে।’ বহু মানুষের আফগানিস্তান ত্যাগের হিড়িক নিয়ে শাহিন বলেন– ‘এটা হল অর্থনৈতিক অভিবাসন।’ অর্থাৎ– মানুষ আর্থিক কারণে অভিবাসী হওয়ার চেষ্টা করছে। তালিবানের বিরুদ্ধে পশ্চিমারা যে অপপ্রচার চালাচ্ছে– তা নিয়েও কথা বলেন শাহিন। তাঁর মতে– মহিলাদের হুমকি– স্কুলে শিক্ষা বন্ধ বা কাউকে অপহরণ করে মারা এসবই মিথ্যা খবর যার কোনও ভিত্তি নেই। সম্প্রতি তালিবান দেশব্যাপী সাধারণ ক্ষমা ঘোষণা করে পুরুষ ও নারীর অধিকার নিয়ে তাদের মতামত স্পষ্ট করেছে। জানিয়েছে– শরিয়াহ মেনে মহিলারাও পুরুষদের মতো কাজের অধিকার পাবেন। জানা গেছে– তালিবান বহু নারী শিক্ষিকা ও সাংবাদিককে কাজের সুযোগ করে দিয়েছে।