১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেঞ্চুরির অপেক্ষায় লাবুশানে, ফের হতাশ করলেন  ওয়ার্নার

মাসুদ আলি
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্ক : ইংল্যান্ডের পরপর দুই টেস্টে সেঞ্চুরির খুব কাছে গিয়ে শতক হাতছাড়া হয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (৯৫)। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ওপেনারের হতাশার রাতে টেস্টে ছয় নম্বর সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেলেন মার্নাস লাবুশানে (৯৫)।অ্যাডিলেড ওভালে অ্যাশেজের দিনরাতের টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভ স্মিথ। করোনা ইস্যুতে কামিন্সের বদলি হিসেবে নেতৃত্বে আসেন স্মিথ। অজিরা দিনের শেষে দারুণ অবস্থানে রয়েছে। মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২১ রান জমা করে ফেলে।

এ ম্যাচের শুরুটা ভালো হয়নি অজিদের। ওয়ার্নার-লাবুশানের ১৭২ রানের জুটি দারুণ করে দেয় দিন-রাতের শেষটা। ব্রিসবেনের ৯৪ রানে আউট হওয়ার পর দ্বিতীয় টেস্টেও নড়বড়ে নব্বইয়ে ফিরেছেন ওয়ার্নার। ১৬৭ বলে ৯৫ রান করা ওয়ার্নারকে ব্রডের ক্যাচ বানিয়ে স্বস্তি ফেরান স্টোকস। স্বস্তিটা অবশ্য বেশি সময় স্থায়ী হয়নি। তিনে নেমে একপাশে দেওয়াল তুলে দেন লাবুশানে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক স্মিথ। ২৭৫ বল খেলে লাবুশানে অপরাজিত রয়েছেন ৯৫ রানে।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

ইংলিশ বোলারদের ব্যর্থতার দিনে সাফল্য বলতে শুরুতে মার্কাস হ্যারিসকে ৩ রানে তুলে নেওয়া। এ ম্যাচে জেমস অ্যান্ডরসন দলে ফিরলেও, তিনি একটিও উইকেট তুলে নিতে পারেননি। অজিদের হারানো অন্য উইকেটটি ৫০ রান খরচায় ঝুলিতে পুরেছেন বেন স্টোকস। লাবুশেনের সঙ্গে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অধিনায়ক স্মিথ অপরাজিত ৭১ বলে ১৮ রানে। প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে পিছিয়ে ইংল্যান্ড।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেঞ্চুরির অপেক্ষায় লাবুশানে, ফের হতাশ করলেন  ওয়ার্নার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইংল্যান্ডের পরপর দুই টেস্টে সেঞ্চুরির খুব কাছে গিয়ে শতক হাতছাড়া হয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (৯৫)। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ওপেনারের হতাশার রাতে টেস্টে ছয় নম্বর সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেলেন মার্নাস লাবুশানে (৯৫)।অ্যাডিলেড ওভালে অ্যাশেজের দিনরাতের টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভ স্মিথ। করোনা ইস্যুতে কামিন্সের বদলি হিসেবে নেতৃত্বে আসেন স্মিথ। অজিরা দিনের শেষে দারুণ অবস্থানে রয়েছে। মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২১ রান জমা করে ফেলে।

এ ম্যাচের শুরুটা ভালো হয়নি অজিদের। ওয়ার্নার-লাবুশানের ১৭২ রানের জুটি দারুণ করে দেয় দিন-রাতের শেষটা। ব্রিসবেনের ৯৪ রানে আউট হওয়ার পর দ্বিতীয় টেস্টেও নড়বড়ে নব্বইয়ে ফিরেছেন ওয়ার্নার। ১৬৭ বলে ৯৫ রান করা ওয়ার্নারকে ব্রডের ক্যাচ বানিয়ে স্বস্তি ফেরান স্টোকস। স্বস্তিটা অবশ্য বেশি সময় স্থায়ী হয়নি। তিনে নেমে একপাশে দেওয়াল তুলে দেন লাবুশানে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক স্মিথ। ২৭৫ বল খেলে লাবুশানে অপরাজিত রয়েছেন ৯৫ রানে।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

ইংলিশ বোলারদের ব্যর্থতার দিনে সাফল্য বলতে শুরুতে মার্কাস হ্যারিসকে ৩ রানে তুলে নেওয়া। এ ম্যাচে জেমস অ্যান্ডরসন দলে ফিরলেও, তিনি একটিও উইকেট তুলে নিতে পারেননি। অজিদের হারানো অন্য উইকেটটি ৫০ রান খরচায় ঝুলিতে পুরেছেন বেন স্টোকস। লাবুশেনের সঙ্গে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অধিনায়ক স্মিথ অপরাজিত ৭১ বলে ১৮ রানে। প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে পিছিয়ে ইংল্যান্ড।