পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রিয়ার স্কুলে হামলা!এলোপাথাড়ি গুলিতে মৃত্যু কমপক্ষে ১০ জনের। জখম একাধিক। হামলাকারী নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে বলে খবর। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
মঙ্গলবার অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে ঘটনাটি ঘটে। সকাল ১০টা নাগাদ এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায় বলে খবর। হতাহতের মধ্যে শিক্ষক এবং পড়ুয়া রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাত সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল।ভিডিওতে দেখা গিয়েছে, একের পর এক পুলিশের গাড়ি ছুটে যাচ্ছে স্কুলের দিকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৭ই জন শিক্ষার্থী। তবে সরকারীভাবে এখনও পর্যন্ত মৃতদের নাম, পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, “গুলি চলার খবর পেয়ে আমরা সেখানে যাই। শিক্ষক ও পড়ুয়াদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আমাদের অনুমান আততায়ী নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে। খবর পেয়ে অভিভাবকরাও ছুটে এসেছিলেন। গোটা এলাকা আমরা ঘিরে ফেলি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”































