অযোধ্যা মদ্যপানের কেন্দ্রে পরিণত, অভিযোগ কংগ্রেস নেতার

- আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার
- / 78
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের যোগী সরকার অযোধ্যার মতো পবিত্র শহরকে মদ্যপানের কেন্দ্রে পরিণত করেছে বলে ভয়ংকর অভিযোগ করলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। এদিন তিনি এখানে সাংবাদিকদের বলেন, যে কোনও পবিত্র শহরের ১৩ কিমি এলাকা বরাবর কোনও মদের দোকান খুলতে দেওয়া হয় না।
এখানেও খাতায় কলমে স্থানীয় পুরসভার সেরকমই নির্দেশ রয়েছে। কিন্তু তা না মেনে অযোধ্যার রামজন্মভূমির চারপাশে অসংখ্য মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়েছে। মন্দিরের আশেপাশে প্রায় রোজই নতুন নতুন মদের দোকান খোলা হচ্ছে।
অযোধ্যাকে যোগী সরকার মদ্যপানের কেন্দ্রে পরিণত করেছে। হালে এক ইউটিউব চ্যানেলে এসব দেখানোও হয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কুম্ভমেলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করে যোগী সরকার অনেক কম মৃতের সংখ্যা জানিয়েছে।
কুম্ভমেলায় সরকারের অব্যবস্থার কারণে ৮২ জনের মৃত্যু হয়েছে। তা এক সংবাদ সংস্থার রিপোর্টে প্রকাশিতও হয়েছিল। অথচ যোগী সরকার দাবি করেছিল, ওই ঘটনায় মাত্র ৩৭ জনের মৃত্যু হয়েছে। তারপর যারা মারা গিয়েছেন তাঁদের কোনও রেকর্ড নেই সরকারের অফিসে।
তাঁদের নিকটাত্মীয়দের কোনও ক্ষতিপূরণও করা হয়নি। বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক গোবিন্দাচার্যের ভাই কে এন বাসুদেবাচার্য কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মারা যান। তাঁর কোনও আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি, এমন প্রচার করে বাসুদেবাচার্যের দেহ দাবিহীন দেহের সঙ্গে দাহ করে দেওয়া হয়।
রাই বলেন, যে সরকারের মাথায় এক গেরুয়াধারী বসে রয়েছেন, যিনি নিজেকে হিন্দু ধর্মের ধারক-বাহক হিসেবে জাহির করেন সেই সরকারের আমলে এই সব কাণ্ড ঘটছে। রাজ্য প্রশাসন অযোধ্যায় এত মদের দোকান খোলার অনুমতি দেওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ এবং হতাশ।