পুবের কলম, ওয়েবডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে “ঐতিহাসিক রায়” হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রায়কে কেন্দ্র করে জনমনে আবেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক উল্লেখ করে সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
সোমবার বিকেলে দেওয়া এক সরকারি বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বজনসহ দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার এই রায়কে ঘিরে উত্তেজনা তৈরি হতে পারে। তবে সেই আবেগ বা উত্তেজনার কারণে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সরকার এমন সতর্কতা দিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, রায়ের পরপরই যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইনবিরোধী আচরণ কঠোরভাবে দমন করা হবে। ইউনূস সরকার বলেছে,“অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্র দৃঢ় অবস্থান নেবে।”































