৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মে ২০২২, বুধবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। উপ নির্বাচন জয়ের ২৫ দিনের মাথায় শপথ। শপথ বাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার আশিস গঙ্গোপাধ্যায়। কে বাবুলকে শপথ বাক্য পাঠ করাবেন তা নিয়ে দীর্ঘ সময় টাল বাহানা চলছিল। অবশেষে সেই জট কাটল। ১৬ নির্বাচন বালিগঞ্জ উপ নির্বাচনের ফল ঘোষণা হয়। তাতে জয়ী হন বাবুল।

এদিন বাবুল সুপ্রিয় এক সাংবাদিক বৈঠক করে বলেন, কুৎসার রাজনীতি করে জেতা যায় না। আইনতভাবে আজ দায়িত্ব নিলাম। আগে থেকেই বালিগঞ্জের জন্য কাজ করছি। যে ভোট দিয়েছেন আমি তাদেরও বিধায়ক, যারা হারানোর চেষ্টা করেছে আমি তাদেরও বিধায়ক। বাবুল বলেন, মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণার পর পর মন থেকে প্রস্তুত ছিলাম। আট বছরে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনও কোনও কাজে খামতি ছিল না।

আরও পড়ুন: দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

 

আরও পড়ুন: সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ 

 

আরও পড়ুন: Breaking News: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিত পাওয়ারের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়

আপডেট : ১১ মে ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। উপ নির্বাচন জয়ের ২৫ দিনের মাথায় শপথ। শপথ বাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার আশিস গঙ্গোপাধ্যায়। কে বাবুলকে শপথ বাক্য পাঠ করাবেন তা নিয়ে দীর্ঘ সময় টাল বাহানা চলছিল। অবশেষে সেই জট কাটল। ১৬ নির্বাচন বালিগঞ্জ উপ নির্বাচনের ফল ঘোষণা হয়। তাতে জয়ী হন বাবুল।

এদিন বাবুল সুপ্রিয় এক সাংবাদিক বৈঠক করে বলেন, কুৎসার রাজনীতি করে জেতা যায় না। আইনতভাবে আজ দায়িত্ব নিলাম। আগে থেকেই বালিগঞ্জের জন্য কাজ করছি। যে ভোট দিয়েছেন আমি তাদেরও বিধায়ক, যারা হারানোর চেষ্টা করেছে আমি তাদেরও বিধায়ক। বাবুল বলেন, মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণার পর পর মন থেকে প্রস্তুত ছিলাম। আট বছরে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনও কোনও কাজে খামতি ছিল না।

আরও পড়ুন: দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

 

আরও পড়ুন: সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ 

 

আরও পড়ুন: Breaking News: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিত পাওয়ারের