জামিনের মেয়াদ বাড়ল আপ নেতা সত্যেন্দ্র জৈনের, ৪ ডিসেম্বর পর্যন্ত স্বস্তি

- আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার
- / 8
নয়াদিল্লি, ২৪ নভেম্বর: বাড়ল আপ নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের মেয়াদ।শুক্রবার সুপ্রিম কোর্ট এই আপ নেতার জামিনের আবদেন মঞ্জুর করে। ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল তার জামিনের মেয়াদ। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সত্যেন্দ্রর জামিনের আবদেন বর্ধিত করেন। মামলাটি শুনানি হচ্ছে বিচারপতি বোপান্নার এজলাসে। তিনি এদিন না থাকায় তার জায়গায় মামলাটি শোনেন এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এর আগে, শীর্ষ আদালত ৯ অক্টোবর পর্যন্ত জৈনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল।
সত্যেন্দ্র জৈনের হয়ে মামলাটি লড়ছেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি এবং আইনজীবী বিবেক জৈন। এই দুই সিনিয়র বিচারপতি আদালতের কাছে বলেন, তাদের যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয়। আদালত আইনজীবীদের এই আবদেন মেনে নেয়। জৈনকে ২৬ মে তার চিকিৎসা সংক্রান্ত অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন চিকিৎসা জামিন দেওয়া হয়েছিল।গত বছরের মে মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং মামলায় আপ নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল পুলিশ।
জৈন আগের একটি অনুষ্ঠানে আদালতকে বলেছিলেন যে চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের কথা বলেছেন। ডাক্তাররা তাঁকে ফিজিওথেরাপি করাতে বলেছেন।সাঁতার কাটতে বলেছেন। কিন্তু আত্মসমর্পন করে জেলে এলে তা সম্ভব হবে না। সে কারণেই এই জামিন পাওয়া তার জন্য অত্যন্ত জরুরি।