১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শোভনের পর্ণশ্রীর বাড়ি কিনে নিলেন বৈশাখী, চিঠি পেলে ব্যবস্থা বললেন রত্না

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বেহালা পর্ণশ্রীর বাড়ি কিনে নিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

বৈশাখীর দাবি তিনিই এখন পর্ণশ্রীর ওই ১৩৯ বি মহারাণী ইন্দিরা রোডের বাড়ির মালিক। পাল্টা রত্না চট্টোপাধ্যায় বলেছেন তিনি এই বিষয়ে কিছুই জানেননা। তবে আইনি নোটিশ বা চিঠি পেলে আইনি পথেই তার মোকাবিলা করবেন।

শোভনের এই বাড়িতে এখন ছেলে সপ্তর্ষি এবং মেয়ে সুহানিকে নিয়ে থাকেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭ সালে ৫ নভেম্বর পর্ণশ্রীর বাড়ি থেকে শোভন চলে আসেন গোলপার্কের ফ্ল্যাটে। সেই থেকে তিনি আর যাননি বেহালার বাড়িতে।

অন্যদিকে বৈশাখীর দাবি এই  মুহুর্তে শোভনের কিছু আর্থিক সমস্যা চলছে। মহেশতলার গোডাউনটা ছাড়া আর কোন রোজগারের পথ নেই। তাই বন্ধুর পাশে থাকতেই তিনি পর্ণশ্রীর বাড়ি কিনে নেওয়ার সিন্ধান্ত নেন। তবে এই বাড়ি নিয়ে যে ফের বৈশাখী-শোভন_ রত্না ত্রিকোণ সংঘর্ষ বাধঁতে চলেছে তা বলছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শোভনের পর্ণশ্রীর বাড়ি কিনে নিলেন বৈশাখী, চিঠি পেলে ব্যবস্থা বললেন রত্না

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বেহালা পর্ণশ্রীর বাড়ি কিনে নিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

বৈশাখীর দাবি তিনিই এখন পর্ণশ্রীর ওই ১৩৯ বি মহারাণী ইন্দিরা রোডের বাড়ির মালিক। পাল্টা রত্না চট্টোপাধ্যায় বলেছেন তিনি এই বিষয়ে কিছুই জানেননা। তবে আইনি নোটিশ বা চিঠি পেলে আইনি পথেই তার মোকাবিলা করবেন।

শোভনের এই বাড়িতে এখন ছেলে সপ্তর্ষি এবং মেয়ে সুহানিকে নিয়ে থাকেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭ সালে ৫ নভেম্বর পর্ণশ্রীর বাড়ি থেকে শোভন চলে আসেন গোলপার্কের ফ্ল্যাটে। সেই থেকে তিনি আর যাননি বেহালার বাড়িতে।

অন্যদিকে বৈশাখীর দাবি এই  মুহুর্তে শোভনের কিছু আর্থিক সমস্যা চলছে। মহেশতলার গোডাউনটা ছাড়া আর কোন রোজগারের পথ নেই। তাই বন্ধুর পাশে থাকতেই তিনি পর্ণশ্রীর বাড়ি কিনে নেওয়ার সিন্ধান্ত নেন। তবে এই বাড়ি নিয়ে যে ফের বৈশাখী-শোভন_ রত্না ত্রিকোণ সংঘর্ষ বাধঁতে চলেছে তা বলছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।